২০০২-এর ভোটার লিস্টের সঙ্গে কমিশনের আপলোড করা তালিকার মিল নেই, গুরুতর অভিযোগ তৃণমূলের

SIR নিয়ে ফের চাঞ্চল্যকর অভিযোগ তুলল তৃণমূল। ২০০২ সালের ভোটার তালিকার হার্ড কপির সঙ্গে কমিশনের আপলোড করা লিস্টের মিল নেই। বহু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে কমিশনের তালিকায়। ঠিক কী বললেন কুণাল ঘোষ?

Advertisement
২০০২-এর ভোটার লিস্টের সঙ্গে কমিশনের আপলোড করা তালিকার মিল নেই, গুরুতর অভিযোগ তৃণমূলের সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ ও চন্দ্রিমা ভট্টাচার্য
হাইলাইটস
  • ২০০২-এর ভোটার লিস্টের সঙ্গে কমিশনের আপলোড করা তালিকার মিল নেই
  • বহু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে কমিশনের তালিকায়
  • চাঞ্চল্যকর অভিযোগ তুলল তৃণমূল

SIR প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। আর সেই প্রক্রিয়া সম্পর্কে বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দুপুরে একটি সাংবাদিক বৈঠক ডেকে কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করলেন, ২০০২ সালের ভোটার তালিকার যে সফট কপি আপলোড করেছে কমিশন, তার সঙ্গে সে সময়কার অরিজিনাল ভোটার তালিকার হার্ড কপির মিল নেই। হার্ড কপিতে থাকা একাধিক ভোটারের নাম কমিশনের আপলোড করা লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে বলে চাঞ্চল্যকর দাবি তুলল তৃণমূল। এই মর্মে দলের অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী ইতিমধ্যেই কমিশনে অভিযোগ দায়ের করেছেন। 

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, 'এটি বড়সড় কেলেঙ্কারি। চুপি চুপি কারচুপি হচ্ছে। একাধিক মানুষের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই কেন? অবিলম্বে তদন্ত করে দেখা দরকার। ২০০২ সালের ভোটার তালিকার হার্ড কপি আর কমিশনের আপলোড করা লিস্টের মধ্যে বিস্তর ফারাক। বহু এলাকা থেকে অভিযোগ আসছে, বিপুল সংখ্যক ভোটারের নাম নেই।'

তৃণমূল প্রত্যেক বুথে নজর রাখা শুরু করার পরামর্শ দিয়েছে। যাদের কাছে হার্ড কপি রয়েছে কমিশনের আপলোড করা ওয়েবসাইটের লিস্ট মিলিয়ে দেখার কথাও বলছে জোড়াফুল শিবির। BJP-কে নিশানা করে কুণাল ঘোষের বক্তব্য, 'সাইলেন্ট রিগিং হয়ে চলেছে। পরিকল্পিত চক্রান্ত করা হয়েছে BJP-র পার্টি অফিসে। সেটা কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। BJP বলে দিচ্ছে ১ কোটি বাদ যাবে, কীকরে বলছে? এবার তো বোঝা যাচ্ছে। ভয়ঙ্কর কেলেঙ্কারি কমিশন করছে বাংলার ভোটার লিস্ট নিয়ে।' কটাক্ষের সুরে তিনি আরও বলেন, 'নির্বাচন কমিশনের দফতর যমরাজের দফতর আর ভোটার লিস্ট যেন চিত্রগুপ্তের খাতা। সিরিয়াল নম্বর ধরে ধরে তো আর মানুষের মৃত্যু হয়নি, তাহলে এই ভোটারদের নাম কোথায় গেল?' 

 

POST A COMMENT
Advertisement