Sushanta Ghosh: কসবায় TMC কাউন্সিলরকে তাক করে আগ্নেয়াস্ত্র, পাকড়াও দুষ্কৃতী

এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে দাবি তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের। তিনি বলেন,'এই এলাকায় ১২ বছর ধরে কাউন্সিলর। আমি ব্যথিত'।

Advertisement
কসবায় TMC কাউন্সিলরকে তাক করে আগ্নেয়াস্ত্র, পাকড়াও দুষ্কৃতীসুশান্ত ঘোষকে লক্ষ্য করে বন্দুক তাক
হাইলাইটস
  • কসবায় বাড়ির সামনে ছিলেন সুশান্ত ঘোষ।
  • সেই সময় গুলি করে খুনের চেষ্টা করা হয় তাঁকে।

খাস কলকাতায় তৃণমল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি! কসবার শপিং মলের কাছেই থাকেন কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। শুক্রবার সন্ধ্যায় নিজের বাড়ির সামনে বসেছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে সুশান্তের বাড়ির দরজায়। অল্পের জন্য প্রাণে বাঁচেন তৃণমূল কাউন্সিলর। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে দাবি তাঁর। সুশান্ত বলেন,'এই এলাকায় ১২ বছর ধরে কাউন্সিলর। আমি ব্যথিত'।

কসবায় বাড়ির সামনে ছিলেন সুশান্ত ঘোষ। সেই সময় গুলি করে খুনের চেষ্টা করা হয় তাঁকে। জানা গিয়েছে, দু'বার দু'টি বন্দুক ব্যবহার করে গুলি চালানোর চেষ্টা হয়। কিন্তু বন্দুক থেকে গুলি বার না হয়নি। তখন বাইকে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। এক দুষ্কৃতীকে ধরে ফেলেন স্থানীয়রা। পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার খবর জানাজানি হতেই ওই তৃণমূল কাউন্সিলর সমর্থকরা পথ অবরোধ করেন।

গোটা ঘটনাটি কাউন্সিলরের বাড়ির সামনে লাগানো নজরদারি ক্যামেরায় বন্দি হয়েছে। সিসিটিভি-র ফুটেজে দেখা গিয়েছে, অভিযুক্ত গুলি চালানোর চেষ্টা করছেন বুঝেই প্রথমে লাথি চালান সুশান্ত। তাকে ধরতে নিজেই ছুটে যান। সঙ্গে ছিলেন কাউন্সিলরের অনুগামীরা। অভিযুক্তকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আর এক অভিযুক্ত পলাতক।

স্থানীয়দের হাতে ধরার পরার পর অভিযুক্ত জানিয়েছে, টাকা দিয়ে মারতে বলেছিল। মহম্মদ ইকবাল ফটো দেখিয়েছিল আমায়।  পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত উত্তরপ্রদেশের বাসিন্দা। তৃণমূল কাউন্সিলরকে মারার জন্য তাকে টাকার লোভ দেখানো হয়েছিল। তাকে নিয়ে যাওয়া হয়েছে কসবা থানায়। সেখানে চলছে জেরা। পুলিশ জানার চেষ্টা করছে, কোন গ্যাংয়ের সদস্য এই দুষ্কৃতী, কী কারণে তারা এসেছিল।

এর পিছনে কি রাজনীতির যোগ রয়েছে, দলের কেউ বা বিরোধী দলের? সুশান্ত ঘোষ বলেন,'রাজনীতির যোগ আছে বলে মনে হয় না। কলকাতা পুলিশ দক্ষতার সঙ্গেই কাজ করবে।

Advertisement

POST A COMMENT
Advertisement