আগরপাড়ায় অভিষেক বন্দ্য়োপাধ্যায়।-ভিডিওর ছবিবছর সাতান্নর প্রৌঢ় প্রদীপ করের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার দুপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করতে আগরপাড়ায় পৌঁছন। পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের নীতি ও ‘NRC আতঙ্ক’-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান।
অভিষেক বলেন, 'প্রদীপবাবু ছিলেন ভীষণ ভদ্র, নিরীহ মানুষ। বাড়ির একমাত্র উপার্জনকারী, ছোট্ট দোকান চালাতেন। সেই মানুষটি যদি এমন আতঙ্কে নিজের প্রাণ দেন, তাহলে বুঝতে হবে কেন্দ্র সরকার কতটা ভয় দেখাচ্ছে।' তিনি অভিযোগ করেন, 'এসআইআর ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক আত্মহত্যার ঘটনা ঘটছে। এটা কাকতালীয় নয়, এটা মানুষের মনে ভয় তৈরি করার ফল।'
অভিষেক আরও বলেন, 'অমিত শাহ পারবে বাপ-ঠাকুরদার বার্থ সার্টিফিকেট দেখাতে। জ্ঞানেশ কুমার পারবেন বাবা-দাদুর জন্মের সার্টিফিকেট দিতে। প্রচারে এলে বিজেপি নেতাদের পোস্টে বেঁধে রাখবেন। বলবেন তোর বাবার দাদুর বার্থ সার্টিফিকেট নিয়ে আয়। তারপর ছাড়বেন। কেউ ভয় পাবেন না। জায়গায় জায়গায় তৃণমূলের ক্যাম্প থাকবে। ভয় পাওয়ার কোনও কারণ নেই।'
অভিষেক আরও বলেন, 'বাংলার মানুষকে কেউ জোর করে বাংলাদেশি বলবে, এটা হতে পারে না। আমরা বুকের রক্ত দিয়ে রাজ্যের প্রতিটি নাগরিককে রক্ষা করব। কেউ ভয় পাবেন না।' অভিষেক জানান, আগামীকাল তৃণমূল কংগ্রেস রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল করবে।
অভিষেক বিজেপিকে নিশানা করে বলেন, 'যারা নিজেদের হিন্দু ধর্মের রক্ষাকর্তা বলে দাবি করে, তারাই এখন সাধারণ মানুষকে অপমান করছে। প্রদীপবাবুর মতো একজন নিরীহ মানুষকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।' তিনি আরও জানান, 'যদি কেউ সমস্যায় পড়েন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। আমরা পাশে আছি।'