SSC Tainted List: TMC কাউন্সিলর থেকে বিধায়কের পুত্রবধূ! SSC অযোগ্য তালিকায় শাসকের 'শাসন'

শনিবার ‘দাগি অযোগ্য’দের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আর তাতে নাম রয়েছে ১৮০৬ জন। অযোগ্যদের পাশাপাশি রয়েছে তাদের রোল এবং সিরিয়াল নম্বরও। জানা গিয়েছে, এই তালিকা প্রকাশের আগে দফায় দফায় বৈঠক সারেন স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকরা। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের উপস্থিতি ওই বৈঠক হয় বলে খবর। এরপরেই এই তালিকা প্রকাশ করা হয়। আর এই অযোগ্য তালিকা প্রকাশ হতেই সরগরম রাজ্য রাজনীতি। তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রীর কন্যা, কেউ আবার নিজে খোদ কাউন্সিলর, কেউ বা জেলে যাওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ। যাদের রাজনৈতিক পরিচয় আবার তৃণমূল।

Advertisement
 TMC কাউন্সিলর থেকে বিধায়কের পুত্রবধূ! SSC অযোগ্য তালিকায় শাসকের 'শাসন'SSC-র অযোগ্য তালিকায় হেভিওয়েটদের ছড়াছড়ি

শনিবার ‘দাগি অযোগ্য’দের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আর তাতে নাম রয়েছে  ১৮০৬ জন।  অযোগ্যদের পাশাপাশি রয়েছে তাদের রোল এবং সিরিয়াল নম্বরও। জানা গিয়েছে, এই তালিকা প্রকাশের আগে দফায় দফায় বৈঠক সারেন স্কুল সার্ভিস  কমিশনের আধিকারিকরা। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের উপস্থিতি ওই বৈঠক হয় বলে খবর। এরপরেই এই তালিকা প্রকাশ করা হয়। আর এই অযোগ্য তালিকা প্রকাশ হতেই সরগরম রাজ্য রাজনীতি। তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রীর কন্যা, কেউ আবার নিজে খোদ কাউন্সিলর, কেউ বা জেলে যাওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ।  যাদের রাজনৈতিক পরিচয় আবার তৃণমূল। 

এসএসসি যে তালিকা প্রকাশ করেছে তাতে সামনে এসেছে  একের পর এক শাসকদলের নেতা ঘনিষ্ঠদের তালিকা।  যাতে রয়েছে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও  রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ঘনিষ্ঠের নামও। এসএসসি-র প্রকাশিত অযোগ্যদের তালিকা থেকে দেখা যাচ্ছে, নির্মলের পুত্রবধূ শম্পা ঘোষের নাম রয়েছে। সংশ্লিষ্ট তালিকার ১২৬৯ নম্বরে রয়েছে তাঁর নাম। জানা যাচ্ছে, বিধায়কের পুত্রবধূ নৈহাটির একটি স্কুলে চাকরি করেন। এছাড়া রয়েছে মন্ত্রী সাবিনা ইয়াসমিন ঘনিষ্ঠ সামসুদ্দিন আহমেদের নাম। এই সামসুদ্দিনের স্ত্রী আবার জেলা পরিষদেরেও সদস্য।

স্কুল সার্ভিস কমিশন (SSC) প্রকাশিত ‘টেন্টেড’ তালিকায় নাম রয়েছে বারাসত-১ ব্লক তৃণমূল সভাপতি তথা বারাসত-১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ ইশা হক সর্দারের ছেলে মহম্মদ নাজিবুল্লাহর। এসএসসি থেকে প্রকাশিত অযোগ্য শিক্ষকদের তালিকায় ৬৪৭ নম্বরে নাম রয়েছে কুহেলি ঘোষের। যিনি আবার তৃণমূলের কাউন্সিলর। তিনি দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুরের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর । পাশাপাশি তিনি রাজপুরেরই চৌহাটি হাইস্কুলে শিক্ষকতা করতেন বলে জানা গিয়েছে । তবে তাঁর দাবি, তিনি নিজের যোগ্যতাতেই চাকরি পেয়েছিলেন ৷ এসএসসি-র তালিকার বিরুদ্ধে আলাদতে যাওয়ারও হুমকি দিয়েছেন তৃণমূলের এই কাউন্সিলর ৷

এই তালিকায় নাম  রয়েছে  প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে  অঙ্কিতা অধিকারীর। তবে তিনি এই তালিকা প্রকাশের আগে থেকেই নিয়োগ মামলায় জর্জরিত।  দাগি তালিকায় জ্বলজ্বল করছে তৃণমূল নেতা বিভাস মালিক ও স্ত্রী সন্তোষির নাম । স্বামী-স্ত্রী দুজনেই চাকরি পেয়েছিলেন। হুগলির প্রাক্তন জেলা পরিষদের সদস্য বিভাস।  তালিকাই বিভাসের নাম রয়েছে  ৩১৬ নম্বরে। চাকরি যাওয়ার আগে পর্যন্ত তিনি কর্মরত ছিলেন তারকেশ্বরের একটি বিদ্যালয়ে। হিঙ্গলগঞ্জের তৃণমূল সভানেত্রীর মেয়ে প্রিয়াঙ্গা মণ্ডলের নামও রয়েছে দাগিদের তালিকায়। তালিকায় তার নাম রয়েছে  ১ হাজার ৬৯ নম্বরে। 

Advertisement

উল্লেখ্য, অযোগ্যদের তালিকা প্রকাশের পর স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয় ৷ সেখানে জানানো হয়েছে, আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বরের পরীক্ষায় বসার জন্য যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের মধ্যে যাঁদের নাম এই অযোগ্যদের তালিকায় রয়েছে, তাঁদের আবেদন বাতিল করা হল ৷ জানা গিয়েছে, নবম-দশমে আবেদনকারীদের মধ্যে রয়েছেন ১০২০ জন অযোগ্য ৷ আর একাদশ-দ্বাদশে এই সংখ্যাটা ১১২০। যদিও এক্ষেত্রে যোগফলে মোট অযোগ্যের সংখ্যা দু'হাজারের বেশি হয় ৷ তাহলে কীভাবে ১৮০৬ জনকে অযোগ্য বলছে কমিশন ৷ এসএসসি সূত্রে খবর, একই প্রার্থী নবম-দশম ও একাদশ-দ্বাদশে আবেদন করতে পারেন ৷ সেই কারণেই আলাদাভাবে দেখলে সংখ্যাটা বেশি মনে হচ্ছে ৷ এদিকে, নাম প্রকাশের পর এসএসসির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছেন দাগি অযোগ্যদের তালিকায় থাকা শিক্ষকেরা। তাঁদের দাবি, এসএসসি পিঠ বাঁচাতে এই তালিকা প্রকাশ করেছে। সোমবার এই তালিকার বিরুদ্ধে আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন তাঁরা।

POST A COMMENT
Advertisement