কলকাতা চলচ্চিত্র উৎসবে মমতার সামনে অরিজিৎ 'রং দে তু মোহে গেরুয়া' গাওয়ার ৭ দিন আগেই ইকোপার্কে তাঁর শো বাতিল করা হয়েছিল। বৃহস্পতিবার বিতর্কের মুখে এমন দাবি করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়,'প্রশাসনিক ও টেকনিক্যাল কারণে ইকো পার্কের শো করার অনুমতি দেওয়া হয়নি। তবে অ্যাকোয়াটিকায় শো করবেন অরিজিৎ। শো বাতিল হয়নি, স্থান পরিবর্তন হয়েছে।'
১৫ ডিসেম্বর কলকাতা চলচ্চিত্র উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে শাহরুখ খানের ছবি দিলওয়ালের রং দে তু মোহে গেরুয়া গেয়েছিলেন অরিজিৎ। যা নিয়ে বিতর্কের সূত্রপাত। বিজেপির অভিযোগ, মমতার সামনে গেরুয়া গাওয়ায় বাতিল করা হয়েছে অরিজিতের শো। কুণালের দাবি,বিরোধীরা কুৎসা ও অপপ্রচার ছড়াচ্ছে। তাঁর ব্যাখ্যা,৯ তারিখে অ্যাকোটিকার ভাড়া বাবদ ১ লক্ষ টাকা অগ্রিম দিয়ে দেন। প্রশাসনের কাছে অনুমতি চেয়ে আনুষ্ঠানিক আবেদনপত্র জমা এখনও পড়েছে বলে খবর নেই। অরিজিৎ সিংয়ের অনুষ্ঠান হবেই। সলমন খানের অনুষ্ঠানও হচ্ছে মিলন মেলায়। সলমন খানের যে যুক্তিতে সরেছে। একইভাবে অরিজিতের শোয়ের স্থান বদল হয়েছে। তার মানে এই নয় যে গেরুয়া গান গেয়েছেন বলে এমনটা করেছে প্রশাসন।'
গেরুয়া গাওয়ার জন্য অরিজিতের শো বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছে বিরোধীরা। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন,'বাংলার শিল্পসংস্কৃতি শেষ করছে তৃণমূল।'সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কথায়,'শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের নিজেদের মঞ্চে তোলার জন্য শিল্পকলাকে জলাঞ্জলি করা হচ্ছে। বইমেলা থেকে ফিল্ম ফেস্টিভ্যাল- সব কর্মসূচি দলীয় হয়ে উঠেছে। তৃণমূল ও বিজেপির রাজনীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্পকলা।'
বিরোধীদের দুষে কুণাল বলেন,'অরিজিৎ সিংয়ের গান সবাই ভালবাসেন। এর সঙ্গে রাজনীতির যোগ নেই। অরিজিৎ তো কোনও বিবৃতি দেয়নি। ৮ ডিসেম্বর আগে আসে না ১৫ ডিসেম্বর? এরা কোনও রাজনীতির ইস্যু পাচ্ছেন না। কুৎসা, অপ্রপচার করছে বিরোধীরা। দিলীপ ঘোষ, মহম্মদ সেলিম এত জানেন, অথচ খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করলেন না।'
আরও পড়ুন- অরিজিতের কনসার্ট অ্যাকোয়াটিকায়? BJP-র অভিযোগ 'ডাহা মিথ্যে', দাবি TMC-র