scorecardresearch
 

Kunal Ghosh : 'ডাক্তারদের একাংশ মুখোশধারী, তাদের চিনে রাখুন', ফের নিশানা কুণালের

ডাক্তারদের নিশানা করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নন্দীগ্রামে তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে ডাক্তারদের নিশানা করেন তিনি।

Advertisement
Kunal Ghosh (File Photo) Kunal Ghosh (File Photo)
হাইলাইটস
  • ফের জুনিয়র ডাক্তারদের নিশানা
  • তাঁদের নিশানা করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ

ডাক্তারদের নিশানা করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নন্দীগ্রামে তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে ডাক্তারদের নিশানা করেন তিনি। সেখানে উপস্থিত তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশে কুণাল বলেন, যেসব ডাক্তাররা দুনৌকায় পা দিয়ে চলছেন, তাঁদের নাম নোট করে রাখুন। সেই লিস্ট প্রশাসনের কাছে পাঠানো হবে। 

মঞ্চে বক্তব্য দিতে উঠে কুণাল বলেন, 'এখানকার জেলা প্রশাসনকে অনুরোধ করব যে সব জেলার ডাক্তার ভালো কাজ করছেন, সাধারণ মানুষের স্বার্থে কাজ করছেন তাদের সম্মান করুন। তাদের আগলে রাখুন। আর নজর রাখুন সেই সব ডাক্তারদের উপর যারা জেলায় থেকেও মাত্র ২-৩ দিন এখানে থেকে কলকাতায় প্র্যাক্টিস করছে।' 

কুণাল ঘোষ আরও বলেন, 'যে ডাক্তাররা সাধারণ মানুষের স্বার্থে কাজ করছেন তাঁদের বুক দিয়ে আগলে রাখুন। কিন্তু যারা ওষুধ কোম্পানির টাকা খেয়ে, প্রেসক্রিপশনে দামি ওষুধ কোম্পানির ওষুধ লিখে আপনাকে আমাকে বেশি দামের ওষুধ খেতে বাধ্য করবে আর ওষুধ কোম্পানির টাকায় বিদেশ যাবে, যারা জেলা হাসপাতাল ফেলে রেখে কলকাতায় বা নার্সিং হোমে গিয়ে প্রাইভেট প্র্যাক্টিস করবেন, তাঁদের নাম নোট করে রাখুন। সেই নাম আমরা প্রশাসনের কাছে আমরা তুলে দেব।' 

রবিবার সকালেও একই সুর শোনা যায় কুণাল ঘোষের গলায়। তিনি এক্স  হ্যান্ডেলে ফের ডাক্তারদের নিশানা করেন। ডাক্তারদের একাংশ প্রাইভেট হাসপাতাল থেকে কাটমানি, কমিশন খায় বলেও অভিযোগ করেন তিনি। কুণাল ঘোষ লেখেন, 'সরকারি স্বাস্থ্যপ্রশাসনে টেন্ডার বা বিষয়ের দুর্নীতি ভাঙা হোক। কিন্তু সঙ্গে ডাক্তারদের একাংশের রোগীর বিল বাড়িয়ে ওষুধ কোম্পানি, পরীক্ষার ল্যাব, পেসমেকারসহ সরঞ্জাম, প্রাইভেট হাসপাতাল থেকে কাটমানি/কমিশন খাওয়া বন্ধ হোক। মানুষের মেডিকেল খরচ কমে যাবে। এই বিষয়টায় আরও বেশি সংখ্যক পরিবারের ক্ষতি হচ্ছে। ডাক্তাররা এই বিষয়ে একটি কথাও বলেন না কেন? আপনাদের দাবিতে এসবও থাকুক। না হলে 'সাধারণ মানুষের স্বার্থে লড়াই' বলবেন না।' 

Advertisement

প্রসঙ্গত, সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকের আগে জুনিয়র ডাক্তারদের অনশন ভাঙতে হবে, এই শর্ত দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। তবে সেই শর্তে ডাক্তাররা রাজি হবেন কি না তা এখনও জানা যায়নি। জুনিয়র ডাক্তাররা এনআরএস-এ বৈঠক করছেন। এই বৈঠক শেষে জানা যাবে তাঁদের সিদ্ধান্ত।   
 

 

Advertisement