Humayun Kabir: জুনিয়র ডাক্তারদের লাগাতার হুঁশিয়ারি, TMC নেতা হুমায়ুনের বিরুদ্ধে বড় পদক্ষেপ IMA-র

থামানো যাচ্ছে না মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে। আগেই জুনিয়র চিকিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। তবে এরপরও তাঁকে থামানো যায়নি। এবারও তৃণমূল বিধায়ক বলেছেন, খোদ নেত্রীর কথা তিনি শুনবেন না। তাঁকে কেউ জেলে ঢুকিয়ে দিলেও থামবেন না। জেল থেকে বেরিয়ে চিকিৎসকদের ঘেরাও করবেন বলে হুমকি দিয়েছেন। আর এই আবহেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমালোচনা করে একের পর এক হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বিচারপতিকে চিঠি দিল ডাক্তারদের সংগঠন আইএমএ।

Advertisement
জুনিয়র ডাক্তারদের লাগাতার হুঁশিয়ারি, TMC নেতা হুমায়ুনের বিরুদ্ধে বড় পদক্ষেপ IMA-রসপ্রিম কোর্টে হুমায়ুনের বিরুদ্ধে অভিযুগো IMA-র

থামানো যাচ্ছে না মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে। আগেই জুনিয়র চিকিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। তবে এরপরও তাঁকে থামানো যায়নি। এবারও তৃণমূল বিধায়ক বলেছেন, খোদ নেত্রীর কথা তিনি শুনবেন না। তাঁকে কেউ জেলে ঢুকিয়ে দিলেও থামবেন না। জেল থেকে বেরিয়ে চিকিৎসকদের ঘেরাও করবেন বলে হুমকি দিয়েছেন। আর এই আবহেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমালোচনা করে একের পর এক হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বিচারপতিকে চিঠি দিল ডাক্তারদের সংগঠন আইএমএ। বিধায়কের বিরুদ্ধে ‘থ্রেট কালচার’-এর অভিযোগ করে চিঠিতে নিজেদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় উত্থাপন করেছেন চিকিৎসক সংগঠন আইএমএর যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য। 

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীরের বিরুদ্ধে এফআইআর করে আইএমএ-র বহরমপুর শাখা। দলের নির্দেশ থাকার পরও সেই এফআইআরের পরে মুখ খুলেছেন  হুমায়ূন। শুধু মুখ খোলাই নয়, একেবারে লোক নিয়ে বহরমপুর মেডিক্যাল কলেজে যাওয়ার কথা বলেন হুমায়ূন।  এর বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে অভিযোগ জানিয়েছে ন আইএমএ বহরমপুর শাখার সম্পাদক রঞ্জন ভট্টাচার্য। একইসঙ্গে অভিযোগ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের কাছেও। পাঠান হয়েছে  ইমেল।

সেই ই-মেলেই জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে লাগাতার আক্রমণাত্মক মন্তব্য করা নিয়ে হুমায়ুনের বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ উগরে দিয়েছেন রঞ্জন ভট্টাচার্য। একইসঙ্গে মুর্শিদাবাদের জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে অবলম্বে হুমায়ুনের বিরদ্ধে পদক্ষেপ করারও আর্জি জানিয়েছেন তিনি। চিঠিতে লিখছেন, ‘আগে তো একাধিক বার হুমকি দিয়েছেন কিন্তু ২৮ তারিখ করা তাঁর মন্তব্য সব সীমা পার করে গিয়েছে। তিনি বলছেন ৫০ হাজার অনুগামী নিয়ে হাসপাতাল ঘেরাও করবেন।’ এই ইমেলের সঙ্গে হুমায়ুনের হুমকি সংক্রান্ত খবরের কিছু লিঙ্ক, কিছু ইউটিউব লিঙ্কও পাঠিয়েছেন তিনি। যদিও হুমায়ুন বলছেন, “ওরা যত খুশি মিছিল করুক। এক হাজার লোক নিয়ে মিছিল করলে আমি পাঁচ হাজার লোক নিয়ে মিছিল করব। ওদের মেডিক্যাল কলেজে ঘিরে রেখে দেব। আমার বিরুদ্ধে এফআইআর করার হিম্মত কোথা থেকে পায়?”

Advertisement

সোমবার আরজি করের মামলার শুনানির সময় হুমায়ুনের বিষয়টিও সুপ্রিম কোর্টে  উঠতে পারে। যদিও এই চিঠিকে পাত্তা দিচ্ছেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক। রবিবার হুমায়ুন বলেন, ‘‘আমরা আইন তৈরি করি। কোনটা আইনসঙ্গত আর কোনটা বেআইনি খুব ভাল করে জানি। কারও জন্য যদি আমাকে জেলে যেতে হয়, তবে জামিন পাওয়ার পর ৫০ হাজার লোক নিয়ে জমায়েত করব। অপরাধ না করে যদি শাস্তি পাই, তবে ফিরে এসে অপরাধ করতে কুণ্ঠাবোধ করব না।’’

POST A COMMENT
Advertisement