Abhishek Banerjee Attacks Election Commission:'প্রকৃত বাঙালিদের ভোটাধিকার কাড়তে চাইছে', নির্বাচন কমিশন-বিজেপি আঁতাঁত দেখছেন অভিষেক

নির্বাচন কমিশনকে পরিচালনা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঝাড়গ্রামে সভায় বুধবারই এই অভিযোগ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর অভিযোগ ছিল, ‘নির্বাচন কমিশন অমিত শাহের হাতের পুতুল। যে দিকে নাচাবেন, সে দিকেই নাচবে।’ বৃহস্পতিবার সেই একই সুর শোনা গেল ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের গলায়। এদিন দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপিকে বাড়তি সুযোগ করে দিচ্ছে নির্বাচন কমিশন।

Advertisement
'প্রকৃত বাঙালিদের ভোটাধিকার কাড়তে চাইছে', নির্বাচন কমিশন-বিজেপি আঁতাঁত দেখছেন অভিষেক মমতার সুরেই কমিশনকে কড়া আক্রমণ অভিষেকের


নির্বাচন কমিশনকে পরিচালনা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঝাড়গ্রামে সভায় বুধবারই এই অভিযোগ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর অভিযোগ ছিল, ‘নির্বাচন কমিশন অমিত শাহের হাতের পুতুল। যে দিকে নাচাবেন, সে দিকেই নাচবে।’ বৃহস্পতিবার সেই একই সুর শোনা গেল ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের গলায়। এদিন দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপিকে বাড়তি সুযোগ করে দিচ্ছে নির্বাচন কমিশন।

অভিযেক বলেন, 'এক্তিয়ার বহির্ভুত কাজ করছে নির্বাচন কমিশন।  বিজেপিকে বাড়তি সুযোগ করে দিচ্ছে। এরআগে বিজেপি সংবাদ মাধ্যম ও বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়েছিল। এবার কমিশনকে কাজে লাগান হচ্ছে।  দেড় বছর আগে থেকে সরকারকে কাজ করতে দিচ্ছে না। বাংলার মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দিচ্ছে না।' 

অভিষেক মনে করছেন, এভাবে বিজেপিকে সুবিধে পাইয়ের দেওয়ার চেষ্টা করছে কমিশন ৷ কিন্তু তাতে কোনও লাভ হবে না ৷ তাঁর কথায়, বাংলায় আগেও কমিশন বিজেপিকে সুবিধে দেওয়ার চেষ্টা করেছিল ৷ তাতে কোনও লাভ হয়নি ৷ এখনও হবে না ৷ বাংলার মানুষ তৃণমূলের সঙ্গে আছে ৷ 

তৃণমূলের লোকসভার দলনেতার বক্তব্য, এখনও বাংলার নির্বাচনের বেশ কয়েক মাস দেরি। কিন্তু বিগত এক-দেড় বছর ধরে বাংলার সরকারকে কাজ করতে দিচ্ছে না নির্বাচন কমিশন। কার্যত এক্তিয়ার বহির্ভূত কাজ করছে তাঁরা। আর এর ফায়দা পাচ্ছে বিজেপি। অভিষেকের কথায়, 'বিজেপি নির্বাচন কমিশনকে নিজেদের কাজে লাগাচ্ছে, বিচারব্যবস্থাকেও লাগাচ্ছে। আর বাংলার মানুষের ভোটাধিকার কাড়ার চেষ্টা করছে।' ১০০ দিনের টাকা থেকে শুরু করে একাধিক প্রকল্পের অর্থ দেওয়া বন্ধ রয়েছে বলে তো আগেও অভিযোগ তুলেছে তৃণমূল। এদিন অভিষেক জলজীবন প্রকল্পের টাকার ইস্যুতেও বিজেপি সরকারকে নিশানা করেন। অভিষেক বলেন, বাংলার মানুষের ভোটাধিকার কাড়ার চেষ্টা করছে জাতীয় নির্বাচন কমিশন। তাঁদের ভূমিকা অত্যন্ত লজ্জাজনক এবং তাঁরা নির্লজ্জ হয়ে কাজ করছে। আর তাঁদের কাজে লাগাচ্ছে বিজেপি। 

Advertisement


 

POST A COMMENT
Advertisement