নিয়োগ দুর্নীতি মামলা: আজ ED-র সমন, CGO কমপ্লেক্সে যাচ্ছেন অভিষেক

আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির দফতরে হাজিরা দিতে চলেছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তাঁকে ফের তলব করেছে, বুধবার সকালেই এই খবর সামনে আসে। সিজিও কমপ্লেক্সে বৃহস্পতিবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল।

Advertisement
নিয়োগ দুর্নীতি মামলা: আজ ED-র সমন, CGO কমপ্লেক্সে যাচ্ছেন অভিষেকAbhishek Banerjee

আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির দফতরে হাজিরা দিতে চলেছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তাঁকে ফের তলব করেছে, বুধবার সকালেই এই খবর সামনে আসে। সিজিও কমপ্লেক্সে বৃহস্পতিবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আজ ইডির দফতরে হাজিরা দেবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

গত মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ছিল।  জন্মদিনেই ইডি নোটিস পাঠায় অভিষেককে। এরপরেই  তিনি যাবেন কিনা সেটা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছিল। তবে  অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি দফতরে আজ যাবেন বলে কালকেই সাংবাদিকদের জানিয়ে দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। 

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের তাঁকে করেছে ইডি। উল্লেখ্য, এর আগে ৩ অক্টোবর অভিষেককে তলব করেছিল ইডি। কিন্তু কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে তৃণমূলের কর্মসূচি ছিল বলে তিনি হাজিরা দেননি। এরপর ৯ অক্টোবর সমন করা হয়। সেবারও হাজিরা দেননি। ১০ অক্টোবর আদালতের নির্দেশে গভীর রাতে সম্পত্তির খতিয়ান ইডিকে পাঠান অভিষেক। এবার পুজো মিটতেই আবারও তাঁকে তলব করা হল এই মামলায়। এর আগে ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের বৈঠকের দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সাম্প্রতি অতীতে  অভিষেকের মা, বাবা, স্ত্রী এবং আপ্তসহায়ককে তলব করেছে ইডি। অভিষেকের স্ত্রী এবং আপ্তসহায়ক ইডির কাছে হাজিরাও দিয়েছিলেন।

গত ছ’মাসে একাধিক তলব
গত ছ’মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই অভিষেককে একাধিক বার তলব করেছে। নিয়োগ দুর্নীতি মামলায় গত ২০ মে অভিষেককে তলব করে সিবিআই। তখন তৃণমূলের নবজোয়ার যাত্রা কর্মসূচি চলছিল। ১৩ জুন নবজোয়ার যাত্রার মধ্যেই অভিষেককে আবার ইডি ডেকে পাঠায়। ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়ার সমন্বয় কমিটির বৈঠকের দিন অভিষেককে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে ইডি। ৩ অক্টোবর দিল্লিতে তৃণমূলের ধর্না ছিল। সে দিনও অভিষেককে তলব করেছিল ইডি। কিন্তু অভিষেক সে বার হাজিরা দেননি। ৯ অক্টোবর আবার তলব করা হয় তাঁকে। ইডির নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যান অভিষেক। আদালত সম্পত্তির নথি ইডির কাছে জমা দিতে বলে অভিষেককে। ১০ অক্টোবর অভিষেক ইডিকে নথি জমা দেন। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আবার তলব করা হল অভিষেককে।

Advertisement

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে তলব প্রসঙ্গে  কেন্দ্রীয় সরকার এবং বিজেপির উদ্দেশে তোপ দেগেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।  রাজ্যের মহিলা, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী শশী পাঁজা বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের উপহার দিয়েছে ইডি মঙ্গলবার রাতে। তৃণমূল কংগ্রেসই হল বিজেপির মূল টার্গেট। পঞ্চায়েত নির্বাচনের সময় ডাক, নবজোয়ার যখন জনজোয়ার হয়েছে তখন ডাক। এখন সামনে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তত অবিজেপি দলগুলিকে ডাকা শুরু হয়েছে।' সেইসঙ্গে শশী পাঁজা আরও যোগ করেন ‘এটা এমন একটা ইনভেস্টিগেশন তার কোনও শেষ নেই। আগামিকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই যাবেন। সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। তিনি জন প্রতিনিধি, আইটি ফাইল রয়েছে। সবটাই পাবলিক ডোমেনে রয়েছে। সামনে নির্বাচন। তার প্রচার থেকে যাতে বিরত থাকেন তার জন্য বিব্রত করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। দলকে কালিমালিপ্ত করা,বাংলাকে খারাপ করা,নির্বাচনে পরাজয়ের পর থেকেই এটা করছে ওরা।’

POST A COMMENT
Advertisement