SIR শুনানিতে গিয়ে কী বললেন দেব?রাজ্যে চলছে SIR । প্রথমে এনুমারেশন ফর্ম জমার পর্ব পেরিয়ে এখন চলছে হিয়ারিং। বহু মানুষকেই SIR-এর শুনানির জন্য ডেকে পাঠাচ্ছে নির্বাচন কমিশন। এই ডাক পেয়েছিলেন খোদ তৃণমূল সাংসদ তথা টলিউডের সুপারস্টার দেবও। আজ বুধবার যাদবপুরের কাটজুনগরে অবস্থিত নির্দিষ্ট শুনানি কেন্দ্রে হাজিরা দিলেন তিনি।
শুনানি কেন্দ্রে হাজির হয়ে দেব কী বললেন?
শুনানি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসআইআর প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রকাশ্যে নিজের অসন্তোষের কথা জানান দেব। তিনি জানান, "এখন যেভাবে সবাইকে শুনানির জন্য টেনে লাইনে দাঁড় করানো হচ্ছে, সেটা ঠিক বলে মনে হয় না। " বিশেষ করে প্রবীণদের লাইনে দাঁড় করানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সাংসদ।
দেব বলেন, "সিনিয়র সিটিজেনদের কথা নির্বাচন কমিশনের ভাবা উচিত। অনেকেই রয়েছেন যারা ৩০ মিনিটের বেশি লাইনে দাঁড়াতে পারেন না। কারোর পায়ে ব্যথা রয়েছে, কারোর হাঁটুতে ব্যথা। অনেকে আছেন যারা লাইনের বিষয় ঠিক মতো বোঝেন না। তাঁদের কথা কমিশনের বোঝা উচিত।"
নিজের SIR নোটিশ প্রসঙ্গে দেব বলেন, "সব ফর্ম ঠিক ভাবে ফিলআপ করেছিলাম। তাও কেন ডেকে পাঠানো হল, তা জানি না। তবে একজন দায়িত্বশীল হিসেবে আমি আজ SIR-এর এখানে আসলাম। চাইলে নাও আসতে পারতাম। চিঠি লিখে দিতে পারতাম।"
পাশাপাশি দেব বলেন, "আমি কাউকে দোষারোপ করছি না। কিন্তু আমি ২০১১ থেকে ভোট দিচ্ছি। তাহলে কী আমার ওই ভোটগুলির ভ্যালিডিটি থাকল না।"
অভিনেতা-সাংসদ বলেন, "রাজনৈতিক নেতাদের নিজের জীবন থেকে হেনস্থা শব্দটাই সরিয়ে দেওয়া উচিত। কারণ এই দল করলে অন্য দল হেনস্থা করবে। আবার অন্য দল করলে অপর কোনও দল হেনস্থা করবে। এটা এখন নিউ নরম্যাল হয়ে গিয়েছে। রাজনীতিতে আসার পর খুব স্বাভাবিক জীবন যাপন করছি তা নয়।"
অন্যদিকে, সূত্রের খবর শুধু একা দেব নয়, শুনানিতে ডাক পড়েছে তাঁর মা-বাবা, বোনেরও। তবে আজ শুনানিতে শুধু দেবকেই দেখা গিয়েছে।