MP Kalyan Banerjee vs CV Anand Bose: রাজ্যপালের বিরুদ্ধে থানায় গেলেন MP কল্যাণ, রাজভবনে অস্ত্র? আইনি পথে বোসও

রাজভবনে অস্ত্র থাকার মন্তব্যে রাজ্যপালের সঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত আরও তীব্র হল। সিভি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কলকাতার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়। গতকাল একই থানায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গভর্নর হাউস অভিযোগ দায়ের করেছিল।

Advertisement
রাজ্যপালের বিরুদ্ধে থানায় গেলেন MP কল্যাণ, রাজভবনে অস্ত্র? আইনি পথে বোসওকল্যাণ বন্দ্যোপাধ্যায়-সিভি আনন্দ বোস

রাজভবনে অস্ত্র থাকার মন্তব্যে রাজ্যপালের সঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত আরও তীব্র হল। সিভি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কলকাতার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়। গতকাল একই থানায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গভর্নর হাউস অভিযোগ দায়ের করেছিল।

রাজ্যপালের বিরুদ্ধে কল্যাণের দায়ের করা অভিযোগ অনুসারে, সিভি আনন্দ বোস কিছু অজানা রাজনৈতিকভাবে অনুপ্রাণিত ব্যক্তির সঙ্গে একমত হয়ে একটি সংবাদ সম্মেলন করেন। যাদের উদ্দেশ্য, অভিপ্রায়, ইচ্ছাকৃতভাবে বিদ্রোহ বা নাশকতামূলক কার্যকলাপকে উত্তেজিত করতে কিছু বিবৃতি দিয়েছিলেন। পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের অনুভূতিকে উৎসাহিত করেছিলেন যা ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতাকে বিপন্ন করে তোলে।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবী হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন। সিভি আনন্দ বোসের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের করেছেন।

কল্যাণের বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "এটি রাজ্যপাল সিভি আনন্দ বোসের একটি আইনানুগ পদক্ষেপ। তৃণমূলের গুন্ডাদের জন্য এটি প্রয়োজনীয় ছিল। একজন সাংসদ হিসেবে তিনি রাজ্যপালের বিরুদ্ধে অত্যন্ত দুঃখজনক অভিযোগ করেছেন যা সত্যি নয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত।"

প্রসঙ্গত, রাজভবনে অস্ত্রশস্ত্র মজুত রয়েছে বলে এমন অভিযোগ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিযোগের পর সোমবার রাজভবনে তল্লাশি চালান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার পরদিনই ওই মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূল সাংসদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন রাজ্যপাল। 
 

POST A COMMENT
Advertisement