'কালীঘাটের নারীশক্তির কাছে মাথা ঠেকাতে হবে মোদীকে', কটাক্ষ কল্যাণের

মোদীর মুখে 'জয় মা কালী' ও 'জয় মা দুর্গা' স্লোগান নিয়ে এবার কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, কালীঘাটে এসে নরেন্দ্র মোদীকে নারী শক্তির কাছে মাথা নত করতে হবে।

Advertisement
'কালীঘাটের নারীশক্তির কাছে মাথা ঠেকাতে হবে মোদীকে', কটাক্ষ কল্যাণের'কালীঘাটের নারীশক্তির কাছে মাথা ঠেকাতে হবে মোদীকে', কটাক্ষ কল্যাণের
হাইলাইটস
  • দুর্গাপুরের জনসভায় নরেন্দ্র মোদীর মুখে 'জয় শ্রীরামের' বদলে শোনা যায় 'জয় মা কালী' ও 'জয় মা দুর্গা'
  • সভার আমন্ত্রণপত্রেও দেখা যায় এই দুই দেবীর উল্লেখ

দুর্গাপুরের জনসভায় নরেন্দ্র মোদীর মুখে 'জয় শ্রীরামের' বদলে শোনা যায় 'জয় মা কালী' ও 'জয় মা দুর্গা'। এমনকী সভার আমন্ত্রণপত্রেও দেখা যায় এই দুই দেবীর উল্লেখ। তাই রাজনৈতিক মহল মনে করছে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে কি অবস্থান বদল করছে বিজেপি। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, জয় শ্রীরাম থেকে সরে এসে কি পশ্চিমবঙ্গে ‘বাঙালি হিন্দুত্বে’ জোর দিতে চলেছে বিজেপি?  যদিও, এনিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। তাদের পাল্টা বক্তব্য, দেখনদারির রাজনীতি করছেন নরেন্দ্র মোদী।

মোদীর মুখে 'জয় মা কালী' ও 'জয় মা দুর্গা' স্লোগান নিয়ে এবার কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, কালীঘাটে এসে নরেন্দ্র মোদীকে নারী শক্তির কাছে মাথা নত করতে হবে। কল্যাণ বলেন, 'নরেন্দ্র মোদীকে কালীঘাটে এসে মাথা ঝুঁকিয়ে প্রণাম করতে হবে নারী শক্তিকে। নারী শক্তিকে মানতে হবে। কালীঘাটে যে নারীশক্তি আছে, সেখানে মাথা নত করে, পা ধরে মাথা ঠুকতে হবে। প্রণাম করতে হবে।'

ওড়িশায় ধর্ষণ এবং বিহারে গ্যাংওয়ার হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তৃণমূল সাংসদ বলেছেন যে বিজেপির শাসনামলে ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। তাঁর প্রশ্ন, 'প্রধানমন্ত্রী মোদী কীভাবে দাবি করতে পারেন যে বাংলায় মহিলারা নিরাপদ নন। তিনি দাবি করেছেন যে বিহারের গুলিবিদ্ধ খুনিরা বাংলায় লুকিয়ে আছে। কারণ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্যরা গুন্ডাদের আশ্রয় দিচ্ছেন। বিহারে চরম জঙ্গলরাজ চলছে।' বিজেপি শাসিত রাজ্যগুলিতে শ্রাবণ মাসে মাছ মাংস বিক্রি না করার নির্দেশেরও সমালোচনা করেছেন। কল্যাণ বলেন, 'শ্রাবণ মাসে মাছ মাংস বিক্রি বন্ধ করা যায় না। ধর্মকে ভিত্তি করে গোটা দেশে অরাজকতা তৈরি করেছে বিজেপি ও নরেন্দ্র মোদী। হিন্দুদের প্রতিও অত্যাচার করছে। এ ভাবা যায় না। নরেন্দ্র মোদী যতদিন থাকবে ততদিন এসব হবে। বিজেপি একটা অসভ্য বর্বরের দল। নরেন্দ্র মোদীর চলে যাওয়া উচিত।'

Advertisement

মুখে 'জয় মা কালী, জয় মা দুর্গা' নিয়ে শনিবার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর দাবি, বাঙালি ভোটারদের মন পেতে 'দেরি করে ফেলেছেন' প্রধানমন্ত্রী। পাশাপাশি, মহুয়া বলেছেন যে, মা কালী ধোকলা খান না। মোদীকে কটাক্ষ করে কৃষ্ণনগরের সাংসদ বলেছেন, 'বাঙালি ভোটের জন্য মা কালীকে ডাকতে একটু দেরি করে ফেললেন প্রধানমন্ত্রী মোদী। উনি (মা কালী) ধোকলা খান না আর কখনও খাবেনও না।'

POST A COMMENT
Advertisement