 সৌগত রায়
সৌগত রায়বরাত জোরে বেঁচে গিয়েছেন কসবার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুশান্ত ঘোষ। দুষ্কৃতীর বন্দুকের ট্রিগার লক হয়ে যাওয়ায় এই যাত্রায় রক্ষা পেয়ে গিয়েছেন তিনি। এই ঘটবার পর ফিরহাদের মতোই পুলিশকে নিশানা করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সৌগতরও প্রশ্ন, 'পুলিশ কী করছে?'
রাজ্যে আইন-শৃঙ্খলার বিষয়ে পুলিশকেই নিশানা করলেন দমদমের সাংসদ। কসবা কাণ্ডে রীতিমতো পুলিশকেই কাঠগড়ায় তুলেছেন। সাংসদ সৌগত রায় মমতা বন্দ্যোপাধ্যায় খুব কাছের। কিন্তু তিনিই বাংলার আইন শৃঙ্খলা নিয়ে একের পর এক প্রশ্ন তুলে গেলেন। তাহলে কি এবার তিনিও একটু বিরক্ত? কসবা কাণ্ড নিয়ে তিনি বলেন, 'পুলিশ পুজোর সময় ভাল কাজ করেছে। পুলিশকে তো মাস মাইনে দেওয়া হয়। কলকাতা শহরে বিহার থেকে পিস্তল আসছে। সীমান্তে দেখার কোন লোকজন নেই। পুলিশ কি করছে? পুলিশ কাউকে ধরতে পারছে না। এটা আমাদের ভাবতে হবে।'
শুক্রবারের ওই ঘটনার পর কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের গলায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ শোনা গিয়েছে। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম কসবায় শুটআউট প্রসঙ্গে বলেন, 'এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার এখানে ঢুকতে দেওয়া যাবে না। বাংলা সংস্কৃতির জায়গা। পুলিশকে বলব, অ্যাক্ট নাও। পুলিশ কোথায়? সুশান্তের পরিবারের পাশে আছি। প্রতিটি ক্ষেত্রেই বাইরের ক্রিমিনাল। কী কী করছে তারা! মুখ্যমন্ত্রী বার বার সতর্ক করেছেন, বাইরের রাজ্য থেকে যেন দুষ্কৃতীরা না ঢুকতে পারে। সীমানাগুলোয় নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। তা সত্ত্বেও কীভাবে ঢুকছে তারা? পুলিশকে বলছি, এদের দ্রুত গ্রেপ্তার করো। আমি চাই, কোনও অপরাধী থাকবে না।'
রিপোর্টার: দীপক দেবনাথ