Amit Shah Delhi Blast: 'অমিত শাহ ইস্তফা দিন,' একের পর এক নাশকতার ঘটনায় দাবি TMC র

'গাফিলতির দায় নিয়ে ইস্তফা দিন অমিত শাহ।' দাবি তৃণমূল কংগ্রেসের। দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে সোমবার সাংবাদিক সম্মেলন করে TMC।

Advertisement
'অমিত শাহ ইস্তফা দিন,' একের পর এক নাশকতার ঘটনায় দাবি TMC রঅমিত শাহের পদত্যাগের দাবি TMC র
হাইলাইটস
  • 'গাফিলতির দায় নিয়ে ইস্তফা দিন অমিত শাহ।' দাবি তৃণমূল কংগ্রেসের।
  • দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে সোমবার সাংবাদিক সম্মেলন করে TMC।
  • সেখানে মন্ত্রী শশী পাঁজা বলেন, 'দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ ভাবে ব্যর্থ হয়েছেন অমিত শাহ।'

'গাফিলতির দায় নিয়ে ইস্তফা দিন অমিত শাহ।' দাবি তৃণমূল কংগ্রেসের। দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে সোমবার সাংবাদিক সম্মেলন করে TMC। সেখানে মন্ত্রী শশী পাঁজা বলেন, 'দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ ভাবে ব্যর্থ হয়েছেন অমিত শাহ, তাই তাঁকে দায়িত্ব গ্রহণ করে ইস্তফা দিতে হবে।'

কলকাতায় সাংবাদিক বৈঠকে শশী পাঁজা বলেন, 'এটা প্রথম ঘটনা নয়। মানুষের প্রাণ গিয়েছে, এর আগে সেনা জওয়ানদেরও মৃত্যু হয়েছে। নোটবন্দির সময় বলা হয়েছিল সন্ত্রাসবাদ বন্ধ হবে। আমরা সেই আস্থা রেখে লাইনে দাঁড়িয়েছিলাম। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনী রাজনীতিতে ব্যস্ত। দেশের নিরাপত্তার প্রশ্নে তাঁদের কোনও জবাবদিহি নেই।'

তিনি আরও বলেন, 'দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব অমিত শাহেরই। তা তিনি পালন করছেন না। প্রধানমন্ত্রী ভুটানে। এই ঘটনা নিয়ে কোনও প্রেস কনফারেন্সও করলেন না। দেশ কি এভাবেই চলবে? এটাই কি ‘নিউ নরমাল’?'

তৃণমূলের লোকসভা সদস্য মহুয়া মৈত্র এক্স-এ লেখেন, দেশের একজন যোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজন। তাঁর প্রশ্ন, 'দেশের সীমান্ত ও শহরগুলিকে নিরাপত্তা দেওয়া কি অমিত শাহের দায়িত্ব নয়? তিনি কেন বারবার সেই কাজে ব্যর্থ হচ্ছেন?' কৃষ্ণনগরের সাংসদের দাবি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে আর অমিত শাহের থাকার কোনও নৈতিক অধিকার নেই।

মহুয়া মৈত্রের এক্স পোস্ট।
মহুয়া মৈত্রের এক্স পোস্ট।

শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও একই সুরে আক্রমণ শানিয়ে বলেন, 'অমিত শাহ বারবার দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় ব্যর্থ হয়েছেন। তাঁর অক্ষমতা দেশের নাগরিকদের চোখে পড়ছে। তাই দেশের স্বার্থে তাঁর অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত।'

কল্যাণ বন্দ্য়োপাধ্যায়ের এক্স পোস্ট।
কল্যাণ বন্দ্য়োপাধ্যায়ের এক্স পোস্ট।

তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় সরকার অভ্যন্তরীণ নিরাপত্তাকে অবহেলা করছে। বিস্ফোরণের মতো সংবেদনশীল ঘটনায় সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলছে ঘাসফুল শিবির।

POST A COMMENT
Advertisement