৩ দিনে জবাব চাই, কসবাকাণ্ডে বিতর্কিত মন্তব্যে মদনকে শোকজ তৃণমূলের

কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের এক ছাত্রীকে ক্যাম্পাসের মধ্যে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্তের নাম মনোজিৎ মিশ্র।

Advertisement
৩ দিনে জবাব চাই, কসবাকাণ্ডে বিতর্কিত মন্তব্যে মদনকে শোকজ তৃণমূলের৩ দিনে জবাব চাই, কসবাকাণ্ডে বিতর্কিত মন্তব্যে মদনকে শোকজ তৃণমূলের
হাইলাইটস
  • শনিবার বেফাঁস মন্তব্য করেন তৃণমূল নেতা ও কামারহাটির বিধায়ক মদন মিত্র।
  • যা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়

কসবাকাণ্ডে বিতর্কিত মন্তব্যের জন্য মদন মিত্রকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। তাঁকে তিনদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। মদনের বিরুদ্ধে,  দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে দলের তরফে পাঠানো চিঠিতে। বলা হয়েছে, মদনের মন্তব্য দলের ভাবমূর্তিতে আঘাত হেনেছে। এটাও জানানো হয়েছে, তিনদিনের মধ্য়ে কামারহাটির বিধায়ককে জবাব দিতে হবে। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের এক ছাত্রীকে ক্যাম্পাসের মধ্যে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্তের নাম মনোজিৎ মিশ্র। সেই ওই কলেজের প্রাক্তন ছাত্র, বর্তমানে ওই কলেজে অস্থায়ী চাকরি করছিল। শুধু তাই সে তৃণমূল ছাত্র পরিষদের নেতাও। শনিবার কলেজের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এনিয়ে শনিবার বেফাঁস মন্তব্য করেন তৃণমূল নেতা ও কামারহাটির বিধায়ক মদন মিত্র। যা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়। মদনের দাবি, মেয়েটি যদি কাউকে সঙ্গে করে নিয়ে যেতেন তাহলে এই ঘটনা ঘটত না। এক প্রশ্নে মদন মিত্র বলেন, 'যে ঘটনা ঘটেছে তার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। দুনিয়ার সবচেয়ে নোংরা কাজ এটাই। কিন্তু কসবার এই ঘটনায় মেয়েদের, পড়ুয়াদের কাছে একটা মেসেজে এসে গিয়েছে। যদি আপনার কোনও পরিচিত কলেজ বন্ধ থাকায় এবং পরীক্ষা চলাকালীন তোমাদের ফোন করে বলে যে তারা একটি ইউনিট প্রজেক্টে সাহায্য করবে, তাহলে যেও না। এতে ভাল হবে না। ওই মেয়েটি যদি না যেতেন তাহলে এই ঘটনা ঘটত না। যদি যাওয়ার যদি মেয়েটি কাউকে জানিয়ে যেতেন, দুই বান্ধবীকে নিয়ে যেতেন। তাহলেও এই ঘটনা ঘটত না। ছেলেটি পরিস্থিতির সুযোগ নিয়েছে, ,সেটাই দেখছি আমরা।'

একই ঘটনার বিষয়ে অন্য একটি জায়গায় মদন বলেন,'আইন আছে, যদি কেউ অন্যায় করে থাকে, তার বিচার হবে। আমরা কখনও কোনও অভিযুক্তকে আড়াল করতে চাই না। কিন্তু, আমাদের সংবিধান বলে দোষী ছাড়া পেয়ে যাক আপত্তি নেই। কিন্তু নির্দোষ যেন শাস্তি না পায়। তদন্তের পরে, পুলিশের রিপোর্টের পরে আদালত যা নির্দেশ দেবে, সেটাই আমরা মেনে নেব। দোষী যারা তারা যেন অবশ্যই শাস্তি পায়। কোথাও লেখা নেই যে কেউ কারও ঘনিষ্ঠ হলে তার বিরুদ্ধে আইন প্রয়োগ করা যাবে না। দেখতে হবে কেউ দোষী কি না। যদি দোষী না হয় তাহলে হাইপ আর মিডিয়া প্রচারের কারণে তাকে যেন দোষী না বলা হয়।'

Advertisement

 তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য়ে এমনিতেই বিতর্ক শুরু হয়েছে। আর মদনের এই মন্তব্যে তাতে ঘি যোগ করেছে। শাসকদলের দুই নেতার মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিরোধীরা। পরিস্থিতি বুঝেই মদনকে তাঁর মন্তব্যের জন্য শোকজ করেছে তৃণমূল। দলের তরফে রাজ্য সভাপতি সুব্রত বক্সীর পাঠানো চিঠিতে বলা হয়েছে, 'কলকাতার কসবায় আইন পড়ুয়া এক ছাত্রীর প্রতি অত্যন্ত ঘৃণ্য এবং নিদারুণ দুঃখজনক ঘটনা ঘটে গেছে। অত্যন্ত সংবেদনশীল এই দুঃখজনক পাশবিক অত্যাচারের ঘটনায় পার্টির সর্বোচ্চ নেতৃত্ব বিশেষভাবে দুঃখ প্রকাশ করেছে এবং কঠোরভাবে এই ঘটনার নিন্দা করা হয়েছে। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। দুষ্কৃতিকারীদের দ্রুততার সঙ্গে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। এই ব্যাপারে ২৮শে জুন ২০২৫ তারিখে আপনার অযাচিত, অপ্রয়োজনীয় এবং অসংবেদনশীল মন্তব্য আমাদের দলের ভাবমূর্তিকে যারপরনাই আঘাত করেছে। একইসঙ্গে আপনার মন্তব্য দলের কঠোর অবস্থানের বিরুদ্ধাচরণ করেছে । দলীয় শৃঙ্খলা ভঙ্গের এই আচরণের জন্য আপনাকে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হচ্ছে।' (অসম্পাদিত)

POST A COMMENT
Advertisement