সংখ্যালঘু মন্তব্যে এবার রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের তীব্র নিন্দা করল তৃণমূল কংগ্রেস। রীতিমতো এক্স হ্যান্ডেলে পোস্ট করে ফিরহাদ হাকিমের মন্তব্যে কড়া বার্তা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, 'এই ধরনের মন্তব্য দলের নীতি নয়।' যার নির্যাস, তৃণমূল কংগ্রেসেই প্রবল চাপে ফিরহাদ।
কী বলেছিলেন ফিরহাদ হাকিম
গত শুক্রবার সংখ্যালঘু পড়ুয়াদের একটি অনুষ্ঠানে ফিরহাদ হাকিমের কিছু মন্তব্য ভাইরাল হয়ে যায়। তারপর থেকেই রীতিমতো রাজনৈতিক চাপানউতর শুরু। ফিরহাদ বলেছিলেন, 'আমি এমন একটি সম্প্রদায় থেকে, যে সম্প্রদায় বাংলাতে তো ৩৩ শতাংশ, কিন্তু হিন্দুস্তানে মাত্র ১৭ শতাংশ, আমাদের সংখ্যালঘু বলা হয়। আমি নিজেকে সংখ্যালঘু ভাবি না। আমি মনে করি, আল্লার রহমত থাকলে আমরা একদিন সংখ্যাগুরু হতে পারব। আল্লা সহায় হলে আমরা এটা করেই ছাড়ব। কিছু হলেই মোমবাতি মিছিল করা হয়। উই ওয়ান্ট জাস্টিস... উই ওয়ান্ট জাস্টিস। আমি বলছি মিছিল করে বিচার চেয়ে কিছু হবে না। নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যাতে বিচার চাইতে হবে না, তুমি নিজেই বিচার করবে।'
The All India Trinamool Congress firmly disassociates itself from and strongly condemns the statement made by Shri Firhad Hakim, MIC GoWB, at an event day before yesterday. These comments do not reflect the party’s position or ideology.
— All India Trinamool Congress (@AITCofficial) December 16, 2024
Our commitment to peace, unity, and…
তৃণমূল কংগ্রেসও পাশে দাঁড়াল না
এই মন্তব্যের পর বিতর্ক তৈরি হতেই ড্যামেজ কন্ট্রোলে ফিরহাদ হাকিম বলেন, 'আমি একজন অসাম্প্রদায়িক মানুষ। আমি দেশপ্রেমী ও মনেপ্রাণে ভারতীয়।' কিন্তু তাতেও রাজনৈতিক উত্তাপ কমেনি। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের মধ্যেই একটা বড় অংশ ফিরহাদের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে।
Kolkata’s Mayor, Firhad Hakim, previously revealed his true intentions by describing non-Muslims as “unfortunate” and endorsing Dawat-e-Islam’s efforts to convert Hindus to Islam. He has now claimed that West Bengal, along with the rest of India, will soon have a Muslim majority.… pic.twitter.com/fjneA8ECIX
— Amit Malviya (@amitmalviya) December 14, 2024
মমতা বন্দ্যোপাধ্যায়ও ক্ষুব্ধ
তৃণমূল কংগ্রেসের প্রবীণ এই নেতার মন্তব্যে যে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও ক্ষুব্ধ, তারই প্রতিফলন তৃণমূল কংগ্রেসে সোশ্যাল মিডিয়া পোস্ট। এই ধরনের মন্তব্যে ফিরহাদের পাশে নেই দল। তৃণমূল এক্স হ্যান্ডেলে লিখল, 'পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা করছি এবং এই ধরনের মন্তব্য থেকে দূল দূরত্ব বজায় রাখছে। এই ধরনের মন্তব্য দলের অবস্থান ও আদর্শের পরিপন্থী। শান্তি, ঐক্যতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমাদের দল প্রতিশ্রুতিবদ্ধ।'