Calcutta University: TMCP-র প্রতিষ্ঠা দিবসেই পরীক্ষা, কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি দিল উচ্চ শিক্ষা দফতর

Calcutta University: ২৮ অগাস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর সেই উপলক্ষে ধর্মতলার মেয়ো রোডের বক্তৃতা করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রস্তুতিও চলছে জোর কদমে। আর সেইদিনই শুরু হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষা।

Advertisement
TMCP-র প্রতিষ্ঠা দিবসেই পরীক্ষা, কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি দিল উচ্চ শিক্ষা দফতরকলকাতা বিশ্ববিদ্যালয়
হাইলাইটস
  • ২৮ অগাস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস।

২৮ অগাস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর সেই উপলক্ষে ধর্মতলার মেয়ো রোডের বক্তৃতা করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রস্তুতিও চলছে জোর কদমে। আর সেইদিনই শুরু হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষা। কেন সেদিনই পরীক্ষা, তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল তৃণমূল ছাত্র পরিষদ। এবার  তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ছুটি দেওয়ার পক্ষে সওয়াল করছে উচ্চ শিক্ষা দফতর।

কলকাতা বিশ্ববিদ্যালয় এই নিয়ে কোনও সিদ্ধান্তের কথা জানাননি। ফলে নির্ধারিত দিনেই পরীক্ষা হবে বলে মনে করা হচ্ছিল। যদিও তৃণমূলের যুক্তি ছিল যে ওইদিন পরীক্ষা হলে বিশ্ববিদ্যালয়ের অনেক পড়ুয়াই ইচ্ছা থাকলেও দলে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। এই দ্বিধা-দন্দ্বের মধ্যেই পরীক্ষার দিন বদল করতে বলে এবার চিঠি দিল উচ্চ শিক্ষা দফতর। ইতিমধ্যেই উপাচার্য শান্তা দত্তের কাছে চিঠি পৌঁছেছে উচ্চ শিক্ষা দফতরের তরফে। সূত্রের খবর, চিঠিতে পরিষ্কার বলা হয়েছে, ছাত্রদের তরফ থেকে বহু আবেদন এসেছে। সেদিনই তাঁরা পরীক্ষা দিতে চান না। তাই দিন বদলে দেওয়ার কথা বলা হয়েছে। 

কিন্তু শুধুমাত্র একটি রাজনৈতিক দলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থাকায় কীভাবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সূচি বদলে দেওয়া যায়? কিন্তু এখানেই প্রশ্ন তুলেছেন শিক্ষাবিদরা। পরীক্ষার দিন বদলের কথা উচ্চ শিক্ষা দফতর বলতেই পারে। কিন্তু সেক্ষেত্রে বিচার্য কারণটা কী? একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবসের কারণে পরীক্ষার দিন বদলের কথা বলা নজিরবিহীন বলেই মনে করছেন শিক্ষাবিদদের একাংশ। এই নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরাও। 

আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের বিকম এবং বিএ এলএলবি–র ফোর্থ সেমেস্টারের পরীক্ষা রাখা হয়েছে। আগেই টিএমসিপি এর বিরোধিতায় ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শনও করে। ঘেরাও করে রাখা হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। কিন্তু ভারপ্রাপ্ত ভিসি জানিয়ে দেন, কোনও ভাবেই পরীক্ষার দিনক্ষণ বদল করা হবে না। ঘেরাওয়ের কারণে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন কর্তৃপক্ষ। এই আবহে এ দিন বিশ্ববিদ্যালয়কে পাঠানো চিঠিতে উচ্চশিক্ষা দপ্তর লিখেছে, ‘২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা রয়েছে। ওই দিন বিশ্ববিদ্যালয় পরীক্ষা ফেলায় বেশ কিছু পড়ুয়া আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন অসুবিধের কথা জানিয়ে। আপনাদের অনুরোধ করা হচ্ছে ওই পরীক্ষা রিশিডিউল করার জন্য।’

Advertisement

রিপোর্টার: অনির্বাণ সিংহ রায়

POST A COMMENT
Advertisement