কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল কর্তৃপক্ষ। শনিবার রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত দক্ষিণ অংশের একাধিক স্টেশনে পরিষেবায় প্রভাব পড়তে চলেছে। যাত্রীদের ভোগান্তি হলেও মেট্রো জানিয়েছে, বিকল্প পরিষেবা চালু রেখে সমস্যাকে যতটা সম্ভব কমানোর চেষ্টা করা হবে।
টার্ন আউট তৈরির কাজেই পরিষেবা বন্ধ
মেট্রো জানিয়েছে, শহীদ ক্ষুদিরাম স্টেশনে একটি নতুন টার্ন আউট বসানোর কাজ শুরু হয়েছে। সেই কারণে ৩০ অগাস্ট রাত ১১টা থেকে ৩১ অগাস্ট বিকেল ৪টে পর্যন্ত মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) এবং শহীদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে কোনও মেট্রো পরিষেবা চলবে না। দক্ষিণ শহরতলির বহু মানুষ প্রতিদিন এই রুট ব্যবহার করেন। ফলে রবিবার সকালে থেকে বিকেল পর্যন্ত সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়বে বলেই মনে করা হচ্ছে।
বাড়তি পরিষেবার উদ্যোগ
তবে যাত্রীদের সমস্যা লাঘব করতে রেল কর্তৃপক্ষ বাড়তি ব্যবস্থা নিয়েছে। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে নিয়মিত ট্রেন পরিষেবা। তার সঙ্গে যোগ হবে বিশেষ ট্রেন, যা চালানো হবে মূলত সরকারি চাকরির পরীক্ষার্থীদের সুবিধার জন্য। রবিবার সকাল ৭টা থেকেই এই বাড়তি পরিষেবা শুরু হবে।
অন্যদিকে, গ্রীন লাইনের পরিষেবা এক ঘণ্টা আগে, সকাল ৮টা থেকেই শুরু হবে। সাধারণত এই লাইনে সকাল ৯টা থেকে পরিষেবা চালু হয়। ফলে সকালবেলায় যাত্রীদের কিছুটা হলেও সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা
রবিবার সরকারি নিয়োগ পরীক্ষা থাকায় কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার প্রার্থী যাতায়াত করবেন। তাঁদের কথা মাথায় রেখেই বাড়তি পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো। দক্ষিণের অংশে পরিষেবা বন্ধ থাকলেও শহরের অন্য অংশে এবং উত্তর দিকের বেশিরভাগ রুটেই ট্রেন চলবে স্বাভাবিকভাবে।