পুজো কাটতে না কাটতেই রেলযাত্রীদের জন্য বড়সড় দুর্ভোগের খবর (Trains Canceled)। বর্ধমান-দুর্গাপুর শাখায় (Bardhaman-durgapur) শুরু হচ্ছে ইন্টারলকিংয়ের কাজ। তার জেরেই একটানা ১৮ দিন (18 consecutive days) বন্ধ থাকবে একাধিক দূরপাল্লার ট্রেন। শুক্রবারই (একাদশী) বিজ্ঞপ্তি দিয়ে এ ঘোষণা করেছে রেল।
৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে এই কাজ। ফলে, দীর্ঘ তালিকায় নাম উঠেছে জনপ্রিয় একাধিক এক্সপ্রেস ও মেমু ট্রেনের। যাত্রীদের অনেককেই হয় বিকল্প পথে যাত্রা করতে হবে, নয়তো বাতিল করতে হবে টিকিট।
রেলের বিজ্ঞপ্তি
২৪ অক্টোবর থেকে শুরু করে একে একে বাতিল হচ্ছে Coalfield Express, Black Diamond Express, Kolkata–Ara Express, Gwalior–Howrah Chambal Express সহ বহু দূরপাল্লার গাড়ি।
১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন দিনে ধাপে ধাপে বাতিল থাকবে Bhopal Weekly Express, Durgiana Express, Nangal Dam Gurumukhi Express, Sealdah Sampark Kranti Express সহ আরও একাধিক ট্রেন।
শুধু তাই নয়, একাধিক মেমু ও ইন্টারসিটি ট্রেনও টানা কয়েক দিন বন্ধ থাকবে।
ঘুরপথে চালানো হবে বহু ট্রেন। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে এক্সপ্রেস ও মিইএমইউ ট্রেনেরও। অন্য রুটে চলবে হাওড়া-মোকামা এক্সপ্রেস,দেওঘর – হাওড়া ময়ূরাক্ষী এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন। হাওড়া-রাঁচি শতাব্দী, রাঁচি – হাওড়া শতাব্দী এক্সপ্রেস, নয়াদিল্লি – হাওড়া পূর্বা এক্সপ্রেস-সহ একাধিক ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।
রেল সূত্রে খবর, পুরনো লাইন ও সিগন্যালিং আধুনিকীকরণের স্বার্থেই এই দীর্ঘ ইন্টারলকিংয়ের কাজ। কিন্তু যাত্রীদের দুর্ভোগ যে বাড়বে তা নিয়ে সংশয় নেই। বিশেষত, উৎসব-পরবর্তী সময়ে যখন ভিড় বাড়ে, তখন এমন সিদ্ধান্তে চরম সমস্যায় পড়তে পারেন সাধারণ যাত্রীরা।
রেল জানিয়েছে, কয়েকটি ট্রেন বিকল্প পথে চালানো হবে। তবে বাতিলের তালিকা এতটাই বড় যে বহু যাত্রীর টিকিট ফেরত নেওয়া ছাড়া গতি থাকবে না।
যাত্রীদের একাংশের ক্ষোভ, 'উৎসবের পর এই সময়েই সবচেয়ে বেশি যাতায়াত হয়। তখনই কেন এত দিনের জন্য ট্রেন বন্ধ রাখা হল?' রেলের তরফে অবশ্য জানানো হয়েছে, যাত্রী সুরক্ষার স্বার্থেই ইন্টারলকিংয়ের কাজ হবে। তাই এই পদক্ষেপ।