scorecardresearch
 

Train Cancelled: হাওড়া থেকে একগুচ্ছ লোকাল বাতিল, চরম ভোগান্তির আশঙ্কা যাত্রীদের

রক্ষণাবেক্ষণের কাজের কারণে হাওড়া ডিভিশনের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকছে। আগামী রবিবার রেলওয়ে ট্র্যাক, সিগন্যাল এবং ওভারহেডে কাজ চলবে। যে কারণে যাত্রী ভোগান্তি হতে পারে। হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া, কাটোয়া-আজিমগঞ্জ এবং খানা-গুমানি বিভাগে এদিন মেগা ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে।

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • রক্ষণাবেক্ষণের কাজের কারণে হাওড়া ডিভিশনের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকছে
  • আগামী রবিবার রেলওয়ে ট্র্যাক, সিগন্যাল এবং ওভারহেডে কাজ চলবে
  • যে কারণে যাত্রী ভোগান্তি হতে পারে

Train Cancelled: রক্ষণাবেক্ষণের কাজের কারণে হাওড়া ডিভিশনের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকছে। আগামী রবিবার রেলওয়ে ট্র্যাক, সিগন্যাল এবং ওভারহেডে কাজ চলবে। যে কারণে যাত্রী ভোগান্তি হতে পারে। হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া, কাটোয়া-আজিমগঞ্জ এবং খানা-গুমানি বিভাগে এদিন মেগা ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে। ফলে বেশকিছু ট্রেনের সময়সূচী পরিবর্তন হচ্ছে। 

বাতিল থাকছে যে ট্রেনগুলি-
হাওড়া থেকে ১১টি, বর্ধমান থেকে ৪টি, চন্দনপুর, পান্ডুয়া ও আসানসোল থেকে ১টি করে, কাটোয়া থেকে ২ জোড়া, ব্যআন্ডেল থেকে ৪ জোড়া, আজিমগঞ্জ ও নৈহাটি থেকে ২টি করে ট্রেন বাতিল থাকছে।

যে ট্রেনগুলির সময় পরিবর্তন হচ্ছে-
হাওড়া, রাধিকাপুর, রামপুরহাট, বর্ধমান, কাটোয়া ও শিয়ালদা থেকে বহু ট্রেনের সময়সূচী বদলানো হচ্ছে।

ট্রেন নিয়ন্ত্রণ করা হচ্ছে-
৬টি ট্রেন নিয়ন্ত্রণ করা হচ্ছে। ফলে এদিন এই রুটগুলিতে এতগুলি ট্রেন বাতিল থাকার কারণে যাত্রীদের ভোগান্তি পোহাতে হতে পারে। রেলের তরফে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে।

Advertisement