scorecardresearch
 

Train Cancellation Update : হাওড়া থেকে পুরী-সহ একাধিক ট্রেন বাতিল, রুটও বদল; বড় আপডেট

রেল যাত্রীদের জন্য বড় আপডেট। পশ্চিমবঙ্গ থেকে পুরী যাওয়া, ওড়িশা ও দক্ষিণভারতগামী একাধিক ট্রেন বাতিল ও রুট বদল করা হল। কোন কোন ট্রেন বাতিল, দেখে নিন একনদরে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • রেল যাত্রীদের জন্য বড় আপডেট
  • হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল করা হল
  • বদল করা হয়েছে রুটও

রেল যাত্রীদের জন্য বড় আপডেট। হাওড়া থেকে পুরী, ওড়িশা ও দক্ষিণভারতগামী একাধিক ট্রেন বাতিল ও রুট বদল করা হল। ওড়িশায় মালগাড়ি দুর্ঘটনার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ের তরফে। 

সোমবার সকালে  ওড়িশার ভদ্রক- কাপিলাস সেকশনের কোরাই স্টেশনে মালগাড়ি লাইনচ্যুত হয়। যার জেরে একাধিক জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার ফলে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে। আপ ও ডাউন ট্রেন চলাচলে প্রভাব পড়ে। এই অবস্থায় ট্রেন বাতিল ও রুট বদলের সিদ্ধান্ত নেওয়া হয়। 

আরও পড়ুন : নিম্নচাপ, আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার বিরাট বদল; টানা বৃষ্টির পূর্বাভাস

কোন কোন ট্রেন বাতিল - 

১)শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস
২)শালিমার হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস
৩)হাওড়া বেঙ্গালুরু এক্সপ্রেস
৪)হাওড়া ভুবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেস
৫)হাওড়া পুরী এক্সপ্রেস
৬)পুরি শালিমার ধৌলি এক্সপ্রেস
৭)ভুবেনশ্বর বালেশ্বর স্পেশাল

 

রুট বদল করা হয়েছে যে সব ট্রেনের 

দক্ষিণ-পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, তিরুবনন্তপুরম-শালিমার এক্সপ্রেস, সেকেনদরাবাদ-হাওড়া ফলকনামা এক্সপ্রেস, ভূবনেশ্বর নিউ দিল্লি এক্সপ্রেস, স্যর এম বিশ্বেসবারিয়া-সহ একাধিক ট্রেন। 

আংশিক বাতিল 

এছাড়াও আংশিকভাবে বাতিল করা হয়েছে, ভুবনেশ্বর থেকে হাওড়াগামী জনশতাব্দী এক্সপ্রেস। যেটি হাওড়ার বদলে জাজপুর স্টেশন পর্যন্ত আসবে। 
পুরী থেকে হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেসও জাজপুর স্টেশন পর্যন্ত আসবে। এছাড়াও বালাসোর থেকে ভুবনেশ্বরগামী প্যাসেঞ্জার স্পেশ্যাল ট্রেনটি কেনুয়াপাড়া স্টেশন পর্যন্ত আসবে। এছাড়াও একাধিক ট্রেন আংশিকভাবে বাতিল করা হয়েছে। 

Advertisement

প্রসঙ্গত, এদিন ওড়িশায় এই দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। কীভাবে দুর্ঘটনা হল তা খতিয়ে দেখা হচ্ছে। 

Advertisement