scorecardresearch
 

Trains Cancelled due to Cyclone Remal: রিমালের শঙ্কায় একাধিক ট্রেন বাতিল করল পূর্ব রেল, দেখে নিন তালিকা

আগামীকাল রবিবার প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে ঘূর্ণিঝড়। তারপরই তার নাম হবে রিমাল। শেষ ছ’ঘণ্টায় তার গতিবেগ রয়েছে ১৭ কিলোমিটার। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার স্থলভাগে আছড়ে পড়বে তার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি হবে।

Advertisement
শিয়ালদা মেন লাইনে ব্যাপক ট্রেন বিভ্রাট-ভোগান্তি, কী হয়েছে? শিয়ালদা মেন লাইনে ব্যাপক ট্রেন বিভ্রাট-ভোগান্তি, কী হয়েছে?
হাইলাইটস
  • আগামীকাল রবিবার প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে ঘূর্ণিঝড়।
  • তারপরই তার নাম হবে রিমাল।

আগামীকাল রবিবার প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে ঘূর্ণিঝড়। তারপরই তার নাম হবে রিমাল। শেষ ছ’ঘণ্টায় তার গতিবেগ রয়েছে ১৭ কিলোমিটার। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার স্থলভাগে আছড়ে পড়বে তার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি হবে। কলকাতা-সহ ছয় জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। সেখানে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইতে পারে ঝড়। ঘূর্ণিঝড় 'রিমাল'-এর সম্ভাব্য ল্যান্ডফলের পরিণতি মোকাবিলায় প্রস্তুত পূর্ব রেল।

(১) পূর্ব রেলের সমস্ত বিভাগ যেমন হাওড়া, শিয়ালদা, মালদা এবং আসানসোল পশ্চিমবঙ্গে আঘাত হানা ঝড় / টর্নেডোর আগের ক্ষেত্রে যেমন সুরক্ষা প্রোটোকল অনুসরণ করা হয়েছিল, তেমন-ই সুরক্ষা প্রোটোকল অনুসরণ করেছে।

(২) কন্ট্রোল রুমের আধিকারিকরা সময়ে সময়ে কোনও অস্বাভাবিকতা এবং ঝড়ের আপডেট ডিআরএম, এডিআরএম এবং অন্যান্য সিনিয়র অফিসারদের কাছে পৌঁছে দেবেন। 

আরও পড়ুন

(৩) ইঞ্জিনিয়ারিং এবং বাণিজ্যিক বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে স্টেশনের ভিতরে এবং বাইরের সমস্ত বিজ্ঞাপন বোর্ড পরীক্ষা করা হবে এবং সেগুলিকে আরও বেশি মজবুত করা হবে (যেখানেই প্রয়োজন)। 

৪) প্ল্যাটফর্ম শেডগুলি পরীক্ষা করা হবে এবং উচ্চ গতির ঝড় সহ্য করার জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

(৫) ২৫/৫/২০২৪ তারিখ থেকে ইঞ্জিনিয়ারিং বিভাগের যথা ট্র্যাক, ব্রিজ, এফওবি (ফুট ওভারব্রিজ) ইত্যাদি রক্ষার জন্য পেট্রোলিং এবং স্টাফ মোতায়েন করা। 

(৬) ওয়াগনে লোড করা ইঞ্জিনিয়ারিং উপকরণগুলি যেমন ট্র্যাক ও আনুষঙ্গিক উপকরণগুলি প্রয়োজন অনুযায়ী স্থাপন করা হবে এবং এই ওয়াগন গুলি চলাচলের জন্য ডিজেল লোকো গুলিকে সর্বদা তৈরি থাকতে হবে।

(৭) জরুরী পরিস্থিতির ওপর ভিত্তি করে ফিল্ড অফিসার এবং সুপারভাইজারদের কাছ থেকে তথ্য নিয়ে ডিআরএম কর্তৃক ট্রেন বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

Advertisement

(৮) ঝড়ের সতর্কবার্তা পাওয়ার সাথে সাথেই ওএইচই-এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ট্রেনগুলি ইয়ার্ড/স্টেশনে থামিয়ে যথাযথভাবে সুরক্ষিত করা হবে। 

(৯) ইয়ার্ডে মালবাহী ও কোচিং রেকগুলো যথাযথভাবে সুরক্ষিত থাকবে। 

(১০) টাওয়ার কারগুলি যখন প্রয়োজন তখন চলাচলের জন্য কৌশলগত স্থানে প্রস্তুত রাখা হয়েছে।

 (১১) পূর্ব রেলওয়ের আধিকারিকরা ঘন্টায় ঘন্টায় ঘূর্ণিঝড় রিমালের আপডেট পেতে আবহাওয়া অফিসের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। 

ট্রেন বাতিল

রবিবার
লক্ষ্মীকান্তপুর - নামখানা বিভাগে: 34914 DN/34935 UP
শিয়ালদহে – লক্ষ্মীকান্তপুর সেকশন: 34754 DB/34757 UP
শিয়ালদহে - বজবজ বিভাগ: 34166 DN/34165 UP
শিয়ালদহে - ক্যানিং সেকশন: 34554 DN/34557 UP
শিয়ালদহে - ডায়মন্ড হারবার সেকশন : 34860 DN/34859 UP
সোমবার
লক্ষ্মীকান্তপুর - নামখানা বিভাগে: 34914 DN/34935 UP, 34916 DN/34937 UP, 34981 UP।
শিয়ালদহে – লক্ষ্মীকান্তপুর সেকশন : 34712 DN/34711 UP, 34714 DN/34713 UP, 34716 DN/34715 UP, 34717 UP।
শিয়ালদহে - ডায়মন্ড হারবার সেকশন: 34812 DN/34811 UP, 34814 DN/34813 UP, 34816 DN/34815 UP।
শিয়ালদহে - ক্যানিং সেকশন: 34352 DN/34511 UP, 34354 DN/34513 UP
শিয়ালদহ - সোনারপুর সেকশনে : 34412 DN/34411 UP
শিয়ালদহে - বজবজ বিভাগ : 34112 DN/34111 UP, 34114 DN/34113 UP
শিয়ালদহে - বারুইপুর বিভাগে: 34612 DN/34611 UP, 34614 Dn/34613 Up
শিয়ালদহ/বারাসাত - হাসনাবাদ বিভাগে: 33511 UP/33512 DN, 33311 UP/33514 DN, 33313 UP/33312 DN

 

Advertisement