scorecardresearch
 

TMC Youth Committee: তৃণমূল যুবর নতুন কমিটিতে 'পরিবারবাদ', ঠাঁই নেতা-নেত্রীর ছেলেমেয়েদের

২০২১ সালে বিধানসভা ভোটের পর  তৃণমূলের যুবর সভানেত্রী সায়নী ঘোষকে করা হয়েছিল৷ ওই পদে তিনিই থাকলেন। সোহম চক্রবর্তী, সুশান্ত মাহাতো- দুই বিধায়ক স্থান পেয়েছেন কমিটি। চন্ডীপুর ও বাঘমুন্ডির বিধায়ককে সহ-সভাপতি করা হয়েছে।

Advertisement
সায়নী ঘোষ। সায়নী ঘোষ।
হাইলাইটস
  • যুবর সভানেত্রী থাকলেন সায়নী ঘোষ।
  • বাদ দেবাংশু।
  • কমিটিতে নাম নেতানেত্রীদের ছেলেমেয়েদের।

আর ক'মাস পরেই পঞ্চায়েত ভোটের সম্ভাবনা। তার আগে গঠিত হল তৃণমূল কংগ্রেসের যুবর নতুন রাজ্য কমিটি৷ সভানেত্রী রয়েছেন সায়নী ঘোষ। কমিটিতে রয়েছেন ৪৭ জন। যুব কমিটিতে রয়েছেন তরুণ প্রজন্মের নতুন প্রতিনিধি সেই সঙ্গে গুরুত্ব পেয়েছেন মহিলারাও। তাৎপর্যপূর্ণভাবে তৃণমূল যুবর নয়া কমিটিতে মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পুত্র-কন্যারাও রয়েছেন। যা নিয়ে 'পরিবারবাদ' কটাক্ষ করেছে বিরোধীরা। 

২০২১ সালে বিধানসভা ভোটের পর  তৃণমূলের যুবর সভানেত্রী সায়নী ঘোষকে করা হয়েছিল৷ ওই পদে তিনিই থাকলেন। সোহম চক্রবর্তী, সুশান্ত মাহাতো- দুই বিধায়ক স্থান পেয়েছেন কমিটি। চন্ডীপুর ও বাঘমুন্ডির বিধায়ককে সহ-সভাপতি করা হয়েছে। এর পাশাপাশি তৃণমূলের নেতা-নেত্রী পুত্র-কন্যাদের নাম জ্বলজ্বল করছে কমিটিতে। যুবর সাধারণ সম্পাদক পদে রয়েছেন,

রাজ্যের মন্ত্রী শশী পাঁজার মেয়ে কলকাতা পুরসভার কাউন্সিলর পূজা পাঁজা
কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে সায়নদেব চট্টোপাধ্যায়
মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর ছেলে এবং কলকাতার কাউন্সিলর সৌরভ বসু
প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে কাউন্সিলর বসুন্ধরা গোস্বামী। 

এছাড়া সম্পাদক পদে রয়েছেন-

কলকাতার ডেপুটি মেয়র তথা বিধায়ক অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ
প্রয়াত সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে
সুব্রত বক্সীর ছেলে সপ্তর্ষি বক্সী

সম্পাদক করা হয়েছে চিকিৎসক অনির্বাণ দলুই ও রাজীব বিশ্বাসকে। মোট ৪৭ জনের কমিটি গঠন করা হয়েছে৷ কমিটি থেকে বাদ পড়েছেন দেবাংশু ভট্টচার্যের মতো জনপ্রিয় মুখ। ফেসবুকে দেবাংশু তৃণমূল ছাড়ার কথাও পোস্ট করেন। পরে অবশ্য তা মুছেও দেন। দেবাংশু কি তৃণমূলের এহেন আচরণে ক্ষুব্ধ, তা থেকেই ওই পোস্ট! ছড়িয়ে পড়ে জল্পনা। তবে দলের মুখপাত্র কুণাল ঘোষ ফেসবুকে লেখেন,'অকারণ বাড়তি জল্পনা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।'

আরও পড়ুন- তৃণমূল ছাড়ছেন দেবাংশু? হঠাত্‍ 'ইঙ্গিতপূর্ণ' ফেসবুক পোস্ট

Advertisement

Advertisement