scorecardresearch
 

Nagerbazar: অষ্টম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার টিউশন শিক্ষক

ছাত্রীর শ্লীলতাহানিতে অভিযুক্ত টিউশন শিক্ষক। বৃহস্পতিবার দমদমের নাগেরবাজারের ঘটানায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আরজি করের ঘটনার প্রেক্ষিতে আরও একবার সমাজে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযুক্ত টিউশন শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। 

Advertisement

ছাত্রীর শ্লীলতাহানিতে অভিযুক্ত টিউশন শিক্ষক। বৃহস্পতিবার দমদমের নাগেরবাজারের ঘটানায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আরজি করের ঘটনার প্রেক্ষিতে আরও একবার সমাজে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযুক্ত টিউশন শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। 

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে দক্ষিণপাড়া এলাকায় টিউশনি পড়তে গিয়েছিল অষ্টম শ্রেণীর ওই ছাত্রী। অভিযোগ সেই সময়েই সেখানে তাঁর শ্লীলতাহানি করে টিউশন শিক্ষক। বাড়ি ফিরেই অভিভাবকদের পুরো বিষয়টি খুলে বলে ছাত্রী। 

এরপরেই অভিযোগকারিণী ছাত্রীর পরিবারের সদস্যরা গৃহ শিক্ষকের বাড়ি যান। গৃহ শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তাঁরা। 

আরও পড়ুন

এরপর পুলিশে খবর দেওয়া হয়। তারপরেই পুলিশ এসে অভিযুক্ত গৃহশিক্ষককে থানায় নিয়ে যান। 

এরপর ছাত্রীর পরিবারের তরফে নাগেরবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

দমদমে গৃহশিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগে স্তম্ভিত স্থানীয়রা। একজন শিক্ষকের বিরুদ্ধেই যদি এহেন অভিযোগ ওঠে, সেখানে সমাজের সার্বিক নিরাপত্তা ও মূল্যবোধ কোথায়, প্রশ্ন তুলছেন অনেকে। 

প্রসঙ্গত, চলতি বছর অগাস্টে বারুইপুরে এক টিউশন শিক্ষকের বিরুদ্ধে দ্বাদশ শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে। 

সংবাদদাতা: অরিন্দম ভট্টাচার্য

Advertisement