scorecardresearch
 

Tiljala Factory Accident:তিলজলার সাবান কারখানায় মর্মান্তিক দুর্ঘটনা, ট্যাঙ্কারে ডুবে মৃত্যু ২ শ্রমিকের

তিলজলার একটি সাবান কারখানায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ওই সাবান কারখানায় তেলের ট্যাংকারে পড়ে গিয়ে মৃত্যু হল দুই ব্যক্তির। মৃত দু'জনের মধ্যে একজন ব্যাঙ্গালোরের বাসিন্দা বলে জানা গিয়েছে। মৃত দুই ব্যক্তির নাম লোগানাথন ও কার্তিক ঘোষ। ট্যাংকারে তেলের পরিমাপ করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে বলে খবর। দেহ দুটি উদ্ধার করে তিলজলা থানার পুলিশ পরে ময়ানতদন্তে পাঠান হয়।

Advertisement
তিলজলার একটি সাবান কারখানায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা তিলজলার একটি সাবান কারখানায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা

তিলজলার একটি সাবান কারখানায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ওই সাবান কারখানায় তেলের ট্যাংকারে পড়ে গিয়ে মৃত্যু হল দুই ব্যক্তির। মৃত দু'জনের মধ্যে একজন ব্যাঙ্গালোরের বাসিন্দা বলে জানা গিয়েছে। মৃত দুই ব্যক্তির নাম লোগানাথন ও কার্তিক ঘোষ। ট্যাংকারে তেলের পরিমাপ করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে বলে খবর। দেহ দুটি উদ্ধার করে তিলজলা থানার পুলিশ পরে ময়ানতদন্তে পাঠান হয়।

কী করে ঘটল দুর্ঘটনা? 
ইদের দিনে কাজ চলছিল ওই সাবান কারখানায়। বিকেলে  কারখানায় আসে নিম তেলের একটি ট্যাঙ্কার। কতটা তেল আছে ট্যাঙ্কারে নেমে দেখতে যান এক কর্মী তখনই দুর্ঘটনাটি ঘটে।  সাবান কারখানায়  লেভেল মাপতে গিয়ে পড়ে যান ট্যাঙ্কারের খালাসি। তাঁকে উদ্ধার করতে নেমে অসুস্থ হয়ে পড়েন কারখানার আরেক  শ্রমিক। প্রায় ৩ ঘণ্টা পর, জোড়া মৃতদেহ উদ্ধার হয়। 

প্রাথমিক তদন্তে যা জানা যাচ্ছে
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যিনি ট্যাঙ্কারে নেমেছিলেন, সিঁড়ি থেকে পা পিছলে ট্যাঙ্কারের ভিতরে পড়ে যান তিনি। এরপর তাঁকে উদ্ধার করতে গিয়ে ট্যাঙ্কারে আটকে পড়েন কারখানার আরেক কর্মী। শুধু তাই নয়, ওই দু’জনকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন একজন স্থানীয় বাসিন্দাও এমনটা সূত্রের খবর। 

খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন, কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রায় ৩ ঘণ্টা পর, জোড়া মৃতদেহ উদ্ধার হয়। অনেকে প্রশ্ন তুলছেন, উদ্ধারকাজে দমকলের এতটা সময় লাগল কেন? যদিও দমকল আধিকারিকদের দাবি, ট্যাঙ্কারের ভিতরে অংশ সংকীর্ণ হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হয়। যে ২ জনের মৃত্যু হয়েছে, তার মধ্য়ে লোগানাথন উত্তর বেঙ্গালুরুর বাসিন্দা। অন্য জনের নাম কার্তিক কুমার। ৪৩ বছরের কার্তিক দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বাসিন্দা।  গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। তবে কারখানার ভেতরে শ্রমিকদের কাজের নিরাপত্তার ব্যাপারে সঠিক ব্যবস্থা ছিল কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মৃত দুই ব্যক্তির পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। গোটা ঘটনায় শোকের আবহ কারখানার শ্রমিকদের মধ্যে।

Advertisement

Advertisement