নির্মীয়মাণ আবাসন থেকে উদ্ধার দগ্ধ দেহ, বাগবাজারে চাঞ্চল্য

বাগবাজার এলাকা থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দগ্ধ দেহ। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করেছে। কীভাবে ওই ব্যক্তির দেহ বন্ধ নির্মীয়মাণ আবাসনের ভিতর গেল, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

Advertisement
নির্মীয়মাণ আবাসনের ভিতর উদ্ধার অজ্ঞাত পরিচয় দগ্ধ দেহ, বাগবাজারে চাঞ্চল্য
হাইলাইটস
  • বাগবাজারে উদ্ধার দগ্ধ দেহ
  • নির্মীয়মাণ আবাসনের ভিতর থেকে উদ্ধার দেহ
  • মৃতের কোনও পরিচয় মেলেনি

বাগবাজারে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির দগ্ধ দেহ। শনিবার সকালে দেহটি উদ্ধার হয়েছে এলাকার একটি নির্মীয়মাণ আবাসনের ভিতর থেকে। অথচ সেই আবাসনটির মূল দরজা বন্ধ ছিল। ফলে কীভাবে দেহ ভিতরে গেল, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 

জানা গিয়েছে,স্থানীয় বাসিন্দারা সকাল থেকেই পোড়া গন্ধ পাচ্ছিলেন। খবর দেওয়া হয় পুলিশে। নির্মীয়মাণ আবাসনের ভিতর থেকে পুলিশ ওই দগ্ধ দেহটি উদ্ধার করে। সম্পূর্ণ দগ্ধ হওয়ায় দেহের চিহ্নিতকরণ সম্ভব হয়নি। স্থানীয়রাও বলতে পারেনি কীভাবে একজন ব্যক্তি বন্ধ দরজার ভিতরে ওই নির্মীয়মাণ আবাসনে প্রবেশ করলেন। 

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, খুন করে জ্বালিয়ে দেওয়া হয়েছে দেহ। তবে নির্মীয়মাণ আবাসনে কোনও রকম দুর্ঘটনার জেরে এমনটা হল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। 

 

POST A COMMENT
Advertisement