scorecardresearch
 

Upper Primary : আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে পুজোর মুখে সুখবর, কাউন্সিলিংয়ের নির্দেশ

পুজোর মুখে আপার প্রাইমারি শিক্ষক নিয়ে নিয়ে সুখবর। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে কাউন্সিলিংয়ের নির্দেশ দিলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। ৩০০-রও বেশি দিন ধরে নিয়োগের দাবিতে আন্দোলন করছেন আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা।

Advertisement
হাইকোর্ট হাইকোর্ট
হাইলাইটস
  • পুজোর মুখে আপার প্রাইমারি শিক্ষক নিয়ে নিয়ে সুখবর
  • উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে  কাউন্সিলিংয়ের নির্দেশ দিলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ

পুজোর মুখে আপার প্রাইমারি শিক্ষক নিয়ে নিয়ে সুখবর। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে  কাউন্সিলিংয়ের নির্দেশ দিলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। ৩০০-রও বেশি দিন ধরে নিয়োগের দাবিতে আন্দোলন করছেন আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা। আদালতের নির্দেশে খুশি তাঁরা। 

ডিভিশন বেঞ্চের স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ, তারা চাইলে কাউন্সিলিং করতে পারে। কোন শিক্ষক কোন স্কুলে চাকরি পাবেন, তাও স্থির করতে পারবে। তবে চাকরির সুপারিশপত্র দেওয়ার নির্দেশ এখনও দেয়নি আদালত। মামলার পরবর্তী শুনানি ২৮ অক্টোবর। সেদিনই এই নির্দেশও দেওয়া হতে পারে। তার আগে অর্থাৎ ২৮ অক্টোবর নিয়োগ সংক্রান্ত আপডেট স্কুল সার্ভিস কমিশনকে দিতে হবে। 


হাইকোর্টের এই নির্দেশে খুশি রাজ্যের শিক্ষক সংগঠনগুলি। এই বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, 'বহু লড়াই, সংগ্রামের পর আজ মহামান্য কলকাতা উচ্চ আদালত আপার প্রাইমারি কাউন্সিলিংয়ের অনুমতি দিয়েছে। আমরা দাবি করছি স্কুল সার্ভিস কমিশন আজকের মধ্যেই কাউন্সিলিংয়ের  তারিখ ঘোষণা করে লক্ষ্মী পুজোর পর প্রয়োজনীয় ব্যবস্থা করুক। তাহলে পুজোর ছুটির পর পরই চাকরিপ্রার্থীরা নতুন চাকরিতে যোগ দিতে পারবেন। এঁদের জীবন থেকে ইতিমধ্যেই বহুমূল্যবান ৯ বছর চলে গেছে।' 

আরও পড়ুন

প্রসঙ্গত, ২০১৬ সালের উচ্চ প্রাথমিক পরীক্ষা হওয়ার পর অনেক চাকরি প্রার্থী হাইকোর্টে মামলা করেন। তাঁদের অভিযোগ ছিল, টেট পরীক্ষায় দুর্নীতি হয়েছে। নিয়োগের নিয়ম মানা হয়নি। এমনকী নম্বরের হেরফেরও হয়েছে। তার জেরে মেধাতালিকা জমা দেয় স্কুল সার্ভিস কমিশন। তারপর সেই মামলা গড়ায় ডিভিশন বেঞ্চে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ প্যানেল প্রকাশের নির্দেশ দেন ৩০ অগাস্ট। 

Advertisement