Urbana Woman Death: আনন্দপুরের অভিজাত আবাসনের ১৯ তলা থেকে পড়ে মহিলার মৃ্ত্যু, ভোরবেলায় উদ্ধার দেহ

Urbana Woman Death: আনন্দপুরের অভিজাত আবাসন আরবানার ১৯ তলা থেকে নীচে পড়ে মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ টাওয়ার নম্বর চারের নিচে মেলে রক্তাক্ত দেহ। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisement
আনন্দপুরের অভিজাত আবাসনের ১৯ তলা থেকে পড়ে মহিলার মৃ্ত্যু, ভোরবেলায় উদ্ধার দেহআরবানার ১৯ তলা থেকে পড়ে মৃত্যু হল এক মহিলার।
হাইলাইটস
  • আনন্দপুরের অভিজাত আবাসন আরবানার ১৯ তলা থেকে নীচে পড়ে মৃত্যু হল এক মহিলার।
  • মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ টাওয়ার নম্বর চারের নিচে মেলে রক্তাক্ত দেহ।
  • সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

Urbana Woman Death: আনন্দপুরের অভিজাত আবাসন আরবানার ১৯ তলা থেকে নীচে পড়ে মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ টাওয়ার নম্বর চারের নিচে মেলে রক্তাক্ত দেহ। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মৃতার নাম সঞ্চিতা আগরওয়াল (৪৪)। অনেক উচ্চতা থেকে পড়ায় মাথা ফেটে গিয়েছিল। উরুতেও গভীর আঘাতের চিহ্ন রয়েছে। দেহ শনাক্ত করেন তাঁর দুই সন্তান, সুহানা ও ভূমি আগরওয়াল।

আবাসনের ১৯ তলার বারান্দা থেকে একটি বসার টুল পেয়েছে পুলিশ। প্রাথমিকভাবে এই ঘটনা আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পরিবার সূত্রে খবর, সঞ্চিতা অন্তর্মুখী(Introvert) স্বভাবের ছিলেন। খুব বেশি কথা বলতেন না। কী কারণে এই মর্মান্তিক সিদ্ধান্ত, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। উল্লেখ্য, এই আরবানাতেই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির বহু সেলেব্রিটি থাকেন। ভোরবেলা শহরের অন্যতম বিলাসবহুল আবাসনে এহেন ঘটনা রীতিমতো চাঞ্চল্য বাসিন্দাদের মধ্যে।

POST A COMMENT
Advertisement