হুগলির উত্তরপাড়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে হেনস্তার ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানা গেছে, সেখানকার গর্ভনমেন্ট বয়েজ স্কুলের পাশে একটি মিষ্টির দোকানে ঘটে ওই ঘটনা। দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ফুটেজ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ব্যাপক ক্ষোভ উসকে দিয়েছে। ভিডিওটি 'বাংলা ডট আজতক ডট ইন' যাচাই করেনি।
ফুটেজে দেখা গিয়েছে, এক স্কুলছাত্রী বয়স্ক এক মহিলার সঙ্গে দোকানে ঢুকছে। তার কিছুক্ষণ পরেই দোকানে ঢোকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। সূত্রের খবর, ওই ব্যাক্তির নাম বিকাশ আসফা। প্রথমে সাধারণভাবে কথা বলতে শুরু করলেও কিছুক্ষণ পর ওই ব্যক্তি অশ্লীল আচরণ শুরু করে বলে অভিযোগ। কখনও গাল ও কাঁধে হাত, কখনও স্তনে স্পর্শ, এমনকি চুমু দিতেও দেখা যায় তাকে। শুধু তাই নয়, অভিযোগ মুখে আঙুল ঢুকিয়ে আপত্তিজনক ইঙ্গিতও করে সে।
ঘটনার সময় দোকানে উপস্থিত বয়স্ক মহিলার পাশে দাঁড়িয়ে থেকেও হেনস্তা থেকে রেহাই পায়নি ছাত্রীটি। এমনকি দোকানের কর্মচারীরাও ঘটনার প্রতিবাদে এগিয়ে আসেননি বলে অভিযোগ উঠেছে। ফলে দোকানের ভিড়ের মধ্যেই চলতে থাকে ওই ব্যক্তির অশালীন আচরণ। শেষে মিষ্টি কেনাকাটার পর স্কুলছাত্রীর সঙ্গে বেরিয়েও যায় অভিযুক্ত।
এই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। অভিযুক্তকে দ্রুত শনাক্ত করে গ্রেফতারের দাবি উঠেছে সর্বত্র। অনেকেই প্রশ্ন তুলেছেন, পাশে থাকা বয়স্ক মহিলা কেন প্রতিবাদ করলেন না, কিংবা দোকানের কর্মীরা কেন অভিযুক্তকে আটকানোর চেষ্টা করেননি।
এদিকে পুলিশ সূত্রে খবর, ফুটেজ হাতে পেয়ে অভিযুক্তকে শনাক্ত করার কাজ শুরু হয়েছে। উত্তরপাড়া থানার আধিকারিকরা জানিয়েছেন, খুব শিগগিরই অভিযুক্তকে গ্রেফতার করা হবে।