এক সপ্তাহের ব্যবধানে ফের একবার দ্বিতীয় হুগলি ব্রিজে যান চলাচল বন্ধ। রবিবার রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে অন্যতম ব্যস্ত এই সেতু। ব্রিজ মেরামতির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। তবে বিকল্প রুটে যান চলাচলের রুটম্যাপও সাজিয়ে দিয়েছে লালবাজার।
বিদ্যাসাগর সেতু অর্থাৎ দ্বিতীয় হুগলি ব্রিজ হাওড়া-কলকাতা যাতায়াতের অন্যতম লাইফলাইন। এক্সাইড মোড় থেকে সড়কপথে সাঁতরাগাছি, ধূলাগড় শিল্পাঞ্চল-সহ কোলাঘাটের দিকে যেতে এই সেতু ব্যবহার করা হয়। হাওড়ার বিভিন্ন গ্রামীণ এলাকা, মন্দিরবাজার, শিবপুর থেকে SSKM হাসপাতালে আসতেও বিদ্যাসাগর সেতু ধরা হয়।
কোন কোন বিকল্প পথ ধরবেন নিত্যযাত্রীরা?
> জিরাট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড ধরে আসা সব গাড়ি টার্ফ ভিউ রোড থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
> হেস্টিংস ক্রসিংয়ের পরে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরা যাচ্ছে।
> জে অ্যান্ড এন আইল্যান্ডের থেকে খিদিরপুর রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা গাড়িগুলিকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘোরানো হচ্ছে। এই গাড়িগুলি সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজ ধরতে পারবে।
> খিদিরপুর থেকে সার্কুলার গার্ডেনরিচ রোড ধরে আসা গাড়িগুলি হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সেগুলি সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরতে পারবে।
> খিদিরপুর রোড ধরে আসা গাড়ি খিদিরপুর রোডের Y পয়েন্ট থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ১১ ফার্লং রোডের দিকে। এরপর সেগুলি যাচ্ছে হাওড়া ব্রিজের দিকে।
> উত্তর কলকাতা, দমদমের দিক থেকে বালি ডানকুনির দিকে যেতে নিবেদিতা সেতু ব্যবহার করতে হচ্ছে।
> কোলাঘাট বা ডানকুনি থেকে কলকাতার দিকে যাওয়া গাড়ি কোনা এক্সপ্রেসওয়ে বা বিদ্যাসাগর সেতুতে উঠতে পারবে না। ওই গাড়িগুলিকে ধূলাগড়, সলপ হয়ে বিবেকানন্দ সেতু ধরতে হচ্ছে।
> কলকাতা থেকে হাওড়াগামী গাড়িগুলিকে হাওড়া ব্রিজ বা নিবেদিতা সেতু ব্যবহার করতে হচ্ছে।
> কাজিপাড়া, জিটি রোড, আন্দুল রোড হয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক খোলা রয়েছে। ডানকুনি যাওয়া ছোট গাড়িগুলি হ্যাংসাং ক্রসিং, আমতা রোড ও সলপ হয়ে সিসিআর ব্রিজ মৈতিপাড়া যেতে পারছে।
> কাজিপাড়া হয়ে বালি, জিরো পয়েন্ট হয়ে ডানকুনি যেতে পারছে গাড়ি।
> সাঁতরাগাছি স্টেশনে পৌঁছতে হলেও কিছুটা ঘুরপথ নিতে হচ্ছে। নিবরার দিক থেকে আসা সব ছোট গাড়ি জগাছা, মাহিয়ারি রোডের দিকে যাচ্ছে।
> কাজিপাড়ার দিকে থেকে আসা ছোট গাড়ি সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত যেতে পারছে।