Voter List : ভোটার তালিকা নিয়ে বড় খবর, খসড়া তালিকায় বাড়ল ভোটারের সংখ্যা

রাজ্যের ভোটার তালিকা নিয়ে বড় খবর। নয়া খসড়া অনুযায়ী রাজ্যে ভোটারের সংখ্যা বাড়ল ১ লক্ষ ৭৭ হাজার ৬৯৫ জন৷। সামনেই লোকসভা ভোট। তার আগে এই খসড়া তালিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisement
ভোটার তালিকা নিয়ে বড় খবর, খসড়া তালিকায় বাড়ল ভোটারের সংখ্যা প্রতীকী ছবি
হাইলাইটস
  • রাজ্যের ভোটার তালিকা নিয়ে বড় খবর
  • নয়া খসড়া অনুযায়ী রাজ্যে ভোটারের সংখ্যা বাড়ল ১ লক্ষ ৭৭ হাজার ৬৯৫ জন

রাজ্যের ভোটার তালিকা নিয়ে বড় খবর। নয়া খসড়া অনুযায়ী রাজ্যে ভোটারের সংখ্যা বাড়ল ১ লক্ষ ৭৭ হাজার ৬৯৫ জন৷। সামনেই লোকসভা ভোট। তার আগে এই খসড়া তালিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

এবারের খসড়া তালিকাতে মোট ভোটার সংযোজিত হয়েছেন ৫ লক্ষ ৫৮ হাজার ৮২১ জন৷ ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন মোট ৩ লক্ষ ৮১ হাজার ১২৩ জন। 

সূত্রের খবর, ভোটার তালিকা নিয়ে রাজ্য নির্বাচন দফতরের সঙ্গে বৈঠকে বসবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আবার জেলাশাসকদের সঙ্গেও বৈঠক হবে। সেই বৈঠকে জেলাশাসকদের কাছ থেকে রিপোর্ট চাওয়া হবে। লোকসভা ভোটের প্রস্তুতি নিয়েও আলোচনা হতে পারে বলে খবর। 

নির্বাচম কমিশন সূত্রে খবর, আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। আগামী বছরের ৫ জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। 

প্রসঙ্গত, মঙ্গলবারই মঙ্গলবার ভোটার তালিকা নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। সেখানে উপস্থিত ছিল প্রায় সব দল। বামেদের তরফে ছিলেন রবীন দেব। তিনি জানান, বুথ লেভেল অফিসার নিয়োগে স্বচ্ছতা, রাজনৈতিক দলের প্রার্থীর এজেন্ট হওয়ার উপর কমিশমকে জোর দিতে হবে। 

 

POST A COMMENT
Advertisement