বিচ্ছিন্নতা নয়, ভাগাভাগি নয়। যারা এসব দাবি তুলবে, তারা বিধানসভায় দাঁড়িয়ে বলুক। বাংলা ভাগ ইস্যুতে বিধানসভায় দাঁড়িয়ে সোমবার সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী একাধিক বিষয় নিয়ে কথা বলেন। সেখানে নীতি আয়োগের বৈঠকে তাঁকে সব কথা বলতে না দেওয়া থেকে শুরু করে ছিল বিজেপি নেতাদের মুখে বাংলা ভাগের দাবি প্রসঙ্গও। এ ছাড়াও উত্তরবঙ্গের মানুষের জন্য তৃণমূল সরকার কী কী করেছে, তারও বিবরণ দিতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই বক্তৃতার মাঝেই শুভেন্দু অধিকারীর সংখ্যালঘু প্রসঙ্গ টেনে আনেন তিনি। মমতা সরসারি নাম না নিয়ে বলেন, ‘‘বিজেপির এক নেতা বলছেন, একে চাই, ওকে চাই না। মানুষই আপনাকে চাইবে না।’’ এর পরেই তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘বিধানসভায় এসে দেখে যান, এখানে সব ধর্মের মানুষ বসে আছেন। আমরা ভাগাভাগি করি না।’’
বাংলা ভাগ নিয়ে বিজেপিকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় দাঁড়িয়ে সরাসরি বিজেপি নেতাদের আক্রমণ করেন। মুখ্যমন্ত্রীর কথায়, ‘চার মন্ত্রী বলেছেন উত্তরবঙ্গ ভাগের কথা। আমি ধিক্কার জানাচ্ছি। আসুক বাংলা ভাগ করতে। কী করে রুখতে হয় দেখিয়ে দেব। উত্তরবঙ্গ থেকে এত আসন পেল ওরা। তবু বাজেটে কিছু দিল না! এখন আবার বিভাজনের রাজনীতি করছে। ভোট চলে গেলে ভাগাভাগি ইস্যুকে নিয়ে আসা হয়। একজন বলছেন, মুর্শিদাবাদ–মালদা ভেঙে দাও। কেউ বলছেন, অসমের তিনটি জেলাকে নিয়ে নতুন কিছু করো। কেউ আবার উত্তরবঙ্গকে উত্তর–পূর্বের সঙ্গে যুক্ত করতে বলছেন।’ মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেন, ”স্লোগান হবে একদিন, আমরা সবাই একসঙ্গে থাকতে চাই।” বিবিধের মাঝে মহান মিলনের গুরুত্বও উল্লেখ করেন মমতা। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কী কী করণীয়, তাও মনে করিয়ে দেন। উত্তরবঙ্গ ভাগের দাবি যে একবিন্দুও ধোপে টিকবে না, তা ফের স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রীর খোঁচার পর মুখ খুলেছেন শুভেন্দুও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, 'বঙ্গভঙ্গ চাই না', বঙ্গভঙ্গ প্রসঙ্গে সোমবার শুভেন্দু বলেন, ‘আমরা বাংলা ভাগের পক্ষে নই। এক পশ্চিমবঙ্গ, শ্রেষ্ঠ পশ্চিমবঙ্গ। এক ভারত, শ্রেষ্ঠ ভারত। কিন্তু উত্তরবঙ্গের অনুন্নয়ন নিয়ে সমস্যা নিরসন করতে হবে।’ পাশাপাশি বিরোধী দলনেতা বলেন, 'হিন্দু পলায়ন রুখতে অনুপ্রবেশকারী চিহ্নিত করতে হবে। রোহিঙ্গা বার করতে হবে। সীমান্তের ৭২ জায়গায় জমি দিতে হবে বিএসএফকে।'
উল্লেখ্য, নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মাইক বন্ধ করে দেওয়ার’ প্রতিবাদে সোমবার বিধানসভায় নিন্দাপ্রস্তাব আনে তৃণমূল। নিন্দাপ্রস্তাবের উপর আলোচনা চান তৃণমূলের বিধায়কেরা। প্রতিবাদ জানিয়ে ওয়াক আউট করেন বিজেপি বিধায়কেরা। বিধানসভার বাইরে বেরিয়ে তাঁরা বিক্ষোভ দেখান। উঠছে শাসক বিরোধী স্লোগান। এদিন শুভেন্দু অধিকারী জানিয়েছে, 'আগামী দিনে ৩১ জুাই ও ১ অগাস্ট বিধানসভায় ন্যায় সংহিতা বিলের বিরোধীতা করবে বিজেপি।'