scorecardresearch
 

Mamata Banerjee : পশ্চিমবঙ্গ মিনি ইন্ডিয়া, নিজের ঘর ভেবে এখানে থাকুন; ছটপুজোয় বার্তা মমতার

ভদ্রেশ্বর ও চন্দননগরের মোট ১০টি পুজো আজ ভার্চুয়ালি উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই তিনি এলাকাবাসীর উদ্দেশে বার্তা দেন। কোভিডের সময় পোস্তা মার্কেট তিনি খুলিয়েছিলেন তা মনে করিয়ে দেন।

Advertisement
mamata banerjee (File Photo) mamata banerjee (File Photo)
হাইলাইটস
  • পশ্চিমবঙ্গ মিনি ইন্ডিয়া
  • পোস্তা বাজারে পুজো উদ্বোধনে এসে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

পোস্তা বাজারে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে পশ্চিমবঙ্গকে মিনি ইন্ডিয়া বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যের বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, পশ্চিমবঙ্গে ভালোভাবে থাকুন। এখানে কোনও বিভাজন নেই। সবাইকে মিশেমিশে থাকতে হবে। 

ভদ্রেশ্বর ও চন্দননগরের মোট ১০টি পুজো আজ ভার্চুয়ালি উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই তিনি এলাকাবাসীর উদ্দেশে বার্তা দেন। কোভিডের সময় পোস্তা মার্কেট তিনি খুলিয়েছিলেন তা মনে করিয়ে দিয়ে বলেন,  আপনাদের দাবি মতো সব কাজ করা সম্ভব নয়। তবে যেটুকু সম্ভব আমরা করব। আগে এখানে একটা থানাও ছিল না। এখন সেটা হয়েছে। কোভিডের সময় আমরা কাজ করেছিলাম। একদিন এসেছিলাম। তখন সবাই নিজের বাড়িতেই থাকতেন। সেই সময় পোস্তাবাজার আমি খোলা করিয়েছিলাম। তখন পুলিশকে বলে মার্কেট খুলিয়েছিলাম। সেই দিন আমি তা না করলে সেদিন মার্কেটের ক্ষতি হত।' 

সেই এলাকার উন্নয়ন হয়েছে বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এখানে তিন সিটেই বিজেপি জেতে। আমি ভোটের কথা বলতে আসিনি। ওটা আপনারাই দেখে নেবেন। প্রয়োজন পড়লেই আমরা আসি। আমরা প্রতিদিন আপনাদের সঙ্গে থাকি। খবর রাখি। আমরা কাকের মতো। কোকিল মাঝে মাঝে আসে। তবে কাকের ডাক কর্কশ হলেও প্রতিদিন আসে।'  

আরও পড়ুন

তারপরই সম্প্রীতির বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, 'এটা মিনি ইন্ডিয়া। কারও বাড়ি বিহারে হতেই পারে। রাজস্থান, উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ থেকেও আসতে পারেন অনেকে। কিন্তু কোনওদিন আপনাদের সমস্যায় পড়তে হয়েছে? ধর্ম বা জাতের নামে?  আপনারা কী খাবেন কী পরবেন, কোন ধর্মের মানুষ এসব নিয়ে মাথা ঘামাইনি। আমরা চাইনি মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে। ঝগড়া করবেন না। সবাই মিলেমিশে থাকুন। তবেই সবার ভালো হবে। আপনারা আমাদের বন্ধু। আপনারা যারা বাংলায় থাকেন তারা বাংলাকেই নিজের বাড়ি ভাবুন।'  

Advertisement

বড় বাজারে আগুন লাগার ঘটনা প্রায় ঘটে। তা নিয়ে বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন আগুন যেন না লাগে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। মমতা বলেন, 'আমাদের অনুরোধ, বড় বাজারে আগুন লাগলে তা নেভাতে সমস্যা হয়। দাহ্য পদার্থ রাখবেন না। এতে ব্যবসার ক্ষতি হচ্ছে। জীবন সব থেকে গুরুত্বপূর্ণ। তাই নিজেদের বাঁচতে সুস্থভাবে থাকুন। প্রায় আগুন লাগছে কেন? বাইরে দাহ্য পদার্থ রাখার ফলে আগুন লাগছে। সেজন্য তা খেয়াল রাখুন। পোস্তা বাজারের সঙ্গে কলকাতা পুরসভা ও পুলিশ যৌথভাবে কাজ করুন। যাতে এই আগুনের সমস্যাটার সমাধান করা যায়। এখন ছোটো ছোটো স্কুটারের মধ্যেও দমকল বাহিনী তৈরি হয়েছে। তবে কনজেসটেড হওয়ার জন্য সেখানে প্রবেশ করছে।' 

ছটপুজোর জন্য তিনি গান লিখেছেন বলেও জানান মুখ্যমন্ত্রী। বলেন, গঙ্গার ঘাটে ঘাটে সেই গান বাজবে। 'ছট পুজোর জন্য আমরা রাজ্য সরকারের তরফে ২ দিন ছুটি দিয়েছি। আমি নিজেও একটা গান লিখেছি ছট পুজো নিয়ে। সেই গান কাল বাজবে।' 

Advertisement