WB Primary Teachers Recruitment: রাজ্যে প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ শুরু, আজ থেকেই অনলাইনে আবেদন, কী যোগ্যতা?

অবশেষে আজ রাজ্যে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা। অনলাইন পোর্টালের মাধ্যমে টেট উত্তীর্ণরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। কী বলছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু?

Advertisement
রাজ্যে প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ শুরু, আজ থেকেই অনলাইনে আবেদন, কী যোগ্যতা?প্রতীকী ছবি
হাইলাইটস
  • শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা
  • অনলাইনে আবেদন করতে পারবেন টেট উত্তীর্ণরা
  • কীভাবে ধার্য করা হয়েছে নম্বর?


বুধবার শুরু হচ্ছে রাজ্যে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া। এই মর্মে আগেই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। অনলাইন পোর্টালের মাধ্যমে টেট উত্তীর্ণ সকলেই আবেদন করতে পারবেন। সরকার অনুমোদিত, সরকারি পৃষ্ঠপোষকতা প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র (বেসিক) বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন করা যাবে। 

উল্লেখ্যস গত সেপ্টেম্বর মাসে ১৩ হাজার ৪২১টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে প্রক্রিয়া শুরু হয়নি। বাড়ছিল ক্ষোভ। অবশেষে এদিন থেকে শুরু হতে চলেছে অনলাইন আবেদন প্রক্রিয়া। 

শেষবার প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল ২০১৭ সালে। প্রায় ৮ বছর কেটে গিয়েছে। এই সময়ের মধ্যে বহুবার পথে নেমে আন্দোলন করেছেন চাকরিপ্রার্থীরা। গত সপ্তাহেও সল্টলেকে প্রাথমিক শিক্ষক পর্ষদের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করা হয়। অবশেষে প্রাইমারি টিচার নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে রাজ্যে। 

বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছিল, ৫০ নম্বরের উপর মোট মূল্যায়ণ হবে। এর মধ্যে মাধ্যমিকের জন্য ৫, উচ্চ-মাধ্যমিকের জন্য ১০ নম্বর, টেটে-এর জন্য থাকবে ৫ নম্বর, এক্স্ট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য ৫ নম্বর, সাক্ষাৎকারের জন্য থাকবে ৫ নম্বর এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য থাকবে ৫ নম্বর। 

এক্স হ্যান্ডলে একটি পোস্টে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লেখেন, 'পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের অনলাইন পোর্টাল উন্মুক্ত করতে চলেছে। যেখানে টেট উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা সরকার অনুমোদিত, সরকার পৃষ্ঠপোষকতা-প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র (বেসিক) বিদ্যালয়গুলিতে সহকারি শিক্ষক পদে আবেদন করতে পারবেন।'

 

POST A COMMENT
Advertisement