scorecardresearch
 

WB Weather Forecast: কমল রাতের তাপমাত্রা, জাঁকিয়ে শীত কবে? আবহাওয়ার বড় আপডেট

নিম্নচাপের মেঘ কেটে রোদ উঠতেই উত্তুরে হাওয়া মালুম হচ্ছে কলকাতা-সহ রাজ্যের একাধির জেলায়। শীত শীত ভাব টের পাওয়া যাচ্ছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার কলকাতার তাপমাত্রা ১৯ ডিগ্রির নীচে। আগামী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও নামবে। ১৩ ডিসেম্বর পর্যন্ত রাতের পারদ নীচের দিকেই থাকবে। ফলে শীত ভালই উপভোগ করা যাবে। 

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • নিম্নচাপের মেঘ কেটে রোদ উঠতেই উত্তুরে হাওয়া মালুম হচ্ছে কলকাতা-সহ রাজ্যের একাধির জেলায়।
  • শীত শীত ভাব টের পাওয়া যাচ্ছে।

নিম্নচাপের মেঘ কেটে রোদ উঠতেই উত্তুরে হাওয়া মালুম হচ্ছে কলকাতা-সহ রাজ্যের একাধির জেলায়। শীত শীত ভাব টের পাওয়া যাচ্ছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার কলকাতার তাপমাত্রা ১৯ ডিগ্রির নীচে। আগামী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও নামবে। ১৩ ডিসেম্বর পর্যন্ত রাতের পারদ নীচের দিকেই থাকবে। ফলে শীত ভালই উপভোগ করা যাবে। 

সাগরে নিম্নচাপ কেটে গেছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে সোমবার। এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানার ওপরে। এছাড়াও রাজস্থানের উপর রয়েছে দ্বিতীয় ঘূর্ণাবর্ত। তবে কোনওটিরই প্রভাব পড়বে না এ রাজ্যে।

১১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত শীতের এই পরিস্থিতি বজায় থাকবে। তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি কমতে পারে। কিন্তু তারপর থেকে  তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন আবহাওয়া শুকনোই থাকবে। দার্জিলিং ছাড়া পাহাড়ে কোথাও বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন

ইতিমধ্যেই কলকাতার লোকজনের আলমারি, দেরাজ থেকে বেরিয়ে পড়েছে কম্বল, সোয়েটার থেকে টুপি বা কমফোর্টার। রোদের তেজও যেন তেমন মালুম হচ্ছে না। রবীন্দ্রসদন এলাকার এক চা দোকানি বললেন, 'একটু ঠান্ডা পড়তেই চায়ের বিক্রি বেশ বেড়ে গিয়েছে। অনেকেই এক ভাড়ের জায়গায় দু'ভাড় চা খাচ্ছেন।' 

ভোরে রুটে বাস নিয়ে বেরোনো এক বাসকর্মী সৌমেন মহাপাত্রর কথায়, আজ ভোরে বেরনোর ঠান্ডাটা টের পেয়েছি। এত দিন এমন ঠান্ডা লাগছিল না।'

 

Advertisement