WB Weather Update: রাজ্যজুড়ে কুয়াশা ও হাড়কাঁপানো ঠান্ডার সতর্কতা জারি, আবহাওয়ার স্পেশাল বুলেটিন

'মাঘের শীত বাঘের গায়ে', প্রচলিত বাংলা প্রবাদ। কিন্তু পৌষমাসেই সেইরকম শীতে কাঁপছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা। কলকাতায় তাপমাত্রাও ফের কমেছে, আর রাজ্যের একাধিক জেলায় পারদ নেমে গিয়েছে ছ’ডিগ্রির ঘরে।

Advertisement
রাজ্যজুড়ে কুয়াশা ও হাড়কাঁপানো ঠান্ডার সতর্কতা জারি, আবহাওয়ার স্পেশাল বুলেটিন
হাইলাইটস
  • 'মাঘের শীত বাঘের গায়ে', প্রচলিত বাংলা প্রবাদ।
  • কিন্তু পৌষমাসেই সেইরকম শীতে কাঁপছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা।

'মাঘের শীত বাঘের গায়ে', প্রচলিত বাংলা প্রবাদ। কিন্তু পৌষমাসেই সেইরকম শীতে কাঁপছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা। কলকাতায় তাপমাত্রাও ফের কমেছে, আর রাজ্যের একাধিক জেলায় পারদ নেমে গিয়েছে ছ’ডিগ্রির ঘরে। আলিপুর আবহাওয়া দফতরের মতে, আপাতত কয়েক দিন এই পরিস্থিতিই বজায় থাকবে। উত্তুরে হাওয়া অবাধে ঢুকছে রাজ্যে, বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে শীতের সঙ্গে কুয়াশাও জাঁকিয়ে বসেছে।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি কম। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যজুড়ে কুয়াশার সতর্কতা জারি রয়েছে। দক্ষিণবঙ্গে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশায় দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটার পর্যন্ত কমতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশায় দৃশ্যমানতা ১৯৯ থেকে নেমে ৫০ মিটারও হতে পারে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ শ্রীলঙ্কা উপকূলে ঢুকলেও পশ্চিমবঙ্গে তার সরাসরি প্রভাব নেই। আগামী কয়েক দিন রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২-৩ ডিগ্রি কমই থাকবে বলে পূর্বাভাস।

চলতি মরসুমে দক্ষিণবঙ্গের ঠান্ডা উত্তরবঙ্গকেও টেক্কা দিচ্ছে। শনিবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.২ ডিগ্রি সেলসিয়াস, রাজ্যে সর্বনিম্ন। তবে দার্জিলিঙের পরেই শীতলতম শহর দক্ষিণবঙ্গের বীরভূমের শ্রীনিকেতন, যেখানে পারদ নেমেছে ৬.৬ ডিগ্রিতে। কল্যাণী (৭.৭), বাঁকুড়া (৭.২), সিউড়ি (৮.২), বর্ধমান ও কলাইকুণ্ডা (৮.৬), আসানসোল (৮.৮), দিঘা ও উলুবেড়িয়া (৯) সহ একাধিক জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে।

উত্তরবঙ্গেও ঠান্ডা কম নয়। কালিম্পঙে ৮.৩ ডিগ্রি, মালদায় ৯.৭, জলপাইগুড়িতে ৯.৪ এবং আলিপুরদুয়ার ও রায়গঞ্জে ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে পারদ। শীত ও কুয়াশার যুগলবন্দিতে আপাতত কাঁপছেই বাংলা।

 

POST A COMMENT
Advertisement