scorecardresearch
 

WB Weather Update: নিম্নচাপের দুর্যোগ আর কত দিন? আজও বৃষ্টির সম্ভাবনা বহু জেলায়

বৃষ্টির হাত থেকে আজও রেহাই মিলছে না। নিম্নচাপের জেরে বৃষ্টির এই পরিস্থিতি বজায় থাকবে কাল, শুক্রবার পর্যন্ত। বৃষ্টি আরও বাড়তে পারে। উত্তরবঙ্গে এদিনও লাল সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যে হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। 

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • বৃষ্টির হাত থেকে আজও রেহাই মিলছে না।
  • নিম্নচাপের জেরে বৃষ্টির এই পরিস্থিতি বজায় থাকবে কাল, শুক্রবার পর্যন্ত।

বৃষ্টির হাত থেকে আজও রেহাই মিলছে না। নিম্নচাপের জেরে বৃষ্টির এই পরিস্থিতি বজায় থাকবে কাল, শুক্রবার পর্যন্ত। বৃষ্টি আরও বাড়তে পারে। উত্তরবঙ্গে এদিনও লাল সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যে হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। 

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে একাধিক পাহাড়ি এলাকায় ধস নেমেছে। অন্যদিকে সিকিমের মেঘভাঙা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা। সবমিলিয়ে একাধিক এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কোথাও কোথাও তিস্তার জল জাতীয় সড়ক ছাপিয়ে গিয়েছে। পাথর, গাছ পড়ে বন্ধ হয়েছে রাস্তা। বিপজ্জনক এলাকা থেকে স্থানীয় মানুষদের সরানোর কাজ শুরু করা হয়েছে। অন্যদিকে আকস্মিক বন্যার আশঙ্কাও রয়েছে। এর পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদাতেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে। শুক্রবার বেলার দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে। ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। অবশেষে শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। গত দু’দিনে ভারী বৃষ্টির জেরে কলকাতা ও শহরতলির একাধিক এলাকা জলমগ্ন হয়েছে। বৃষ্টি কমলেই রাস্তাঘাটের আবার স্বাভাবিক অবস্থা ফিরবে। এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯২ থেকে ৯৮ শতাংশ।
 

আরও পড়ুন

 

Advertisement