Weather Forecast: গভীর নিম্নচাপটির গতিবিধি কী? দুর্যোগ কমার পূর্বাভাস কবে থেকে? এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপের জেরে প্রবল দুর্যোগ বঙ্গে। সোমবার রাত থেকে টানা বৃষ্টিপাত চলছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। কবে থেকে কমবে নিম্নচাপের প্রভাব? কবে থামবে বৃষ্টি?

Advertisement
গভীর নিম্নচাপটির গতিবিধি কী? দুর্যোগ কমার পূর্বাভাস কবে থেকে? এখনও পর্যন্ত যা জানা যাচ্ছেজলমগ্ন কলকাতা
হাইলাইটস
  • গভীর নিম্নচাপের জেরে প্রবল দুর্যোগ বঙ্গে
  • সোমবার রাত থেকে টানা বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে
  • কবে থেকে কমবে নিম্নচাপের প্রভাব?

সোমের পর মঙ্গল, সকাল থেকে নাগাড়ে চলছে ভারী বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে দুর্যোগে কাবু কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। বৃষ্টি মাথায় করে অফিস যেতে গিয়ে নাজেহাল শহরবাসী।  স্কুল পড়ুয়ারাও রেইনি ডে-র আশায়। সকলেরই প্রশ্ন, কবে থামবে দুর্যোগ? 

কবে থেকে কমবে বৃষ্টি?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে একটি নিম্নচাপ এবং দু'টি অক্ষরেক্ষা। এর প্রভাবেই প্রবল বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে। এই নিম্নচাপ খানিকটা দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। এর অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিক। পাশাপাশি রাজ্যে এই মুহূর্তে বর্ষার বাতাস অত্যন্ত সক্রিয়। তবে জানা গিয়েছে, এই গভীর নিম্নচাপ ক্রমশ  সরবে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে। মঙ্গলবার প্রবল বৃষ্টিপাতের পর বুধবার থেকে কিছুটা বৃষ্টি কমবে। বৃহস্পতিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা। ওই দিন থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতি, শুক্র দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তবে সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল থাকবে মঙ্গল ওবুধবার। বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের উত্তর পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। 

মঙ্গলে ভারী দুর্যোগ
মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে গড়ে ১৯.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের থেকে বেশি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মঙ্গলবার বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, জেলাতেও ভারী বর্ষণের পূর্বাভাস। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 

কলকাতার আবহাওয়া
কলকাতা শহরে সোমবার রাত থেকেই নাগাড়ে চলছে বৃষ্টিপাত। বৃষ্টির জেরে কমেছে তাপমাত্রার পারদও। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৩ ডিগ্রি কম এবং মঙ্গলবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৮৯ শতাংশ। বৃহস্পতিবারের আগে কলকাতার আবহাওয়ায় তেমন কোনও পরিবর্তন আসবে না। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement