সোমবার সকালে কলকাতায় তেমন রোদ না থাকলেও ভ্যাপসা গরম ছিল। বৃষ্টিও হয়নি। তবে তিলোত্তমায় বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস, সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে। বিকেল বা সন্ধেবেলায় বৃষ্টি নামতে পারে একাধিক এলাকায়। সপ্তাহভরও বর্ষণের সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বভাস, সোমবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনায়। ওই জেলাগুলোতে ঝড়ের সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
মঙ্গলবারও বৃষ্টি
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে মঙ্গলবারও। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায় একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে। আবার বুধবার বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে।
সতর্কতা
লাগাতার বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জন্য সতর্কতাও জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। এই বৃষ্টির জন্য নিচু এলাকাতে জল জমতে পারে। ক্ষতি হতে পারে ফসলের।
কেন বৃষ্টি
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, তা ক্রমে উত্তর-উত্তর পশ্চিমে সরে ঝাড়খণ্ডের দিকে চলে গেলেও সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। তৈরি হচ্ছে বৃষ্টির অনুকূল পরিস্থিতি।
উত্তরবঙ্গের পূর্বাভাস
দক্ষিণবঙ্গের সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। সোমবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। এই জেলাগুলোতে লাগাতার তবে বিক্ষিপ্তভাবে বর্ষণ হতে পারে সেই শনিবার পর্যন্ত।
এর আগে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, আবার তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে ২৮ তারিখ, তার জেরে বৃষ্টি বাড়তে পারে মঙ্গলবার থেকে।