West Bengal Weather Update: চলতি সপ্তাহেই পারদ পতন, হবে বৃষ্টিও, শীতের অনুভূতি কবে থেকে?

হাওয়া অফিস বলছে, সোমবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। এদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিকে ভোরে হালকা কুয়াশা পড়তে শুরু করেছে বহু জেলায়। তবে বেলা গড়াতেই বাড়ছে রোদের তাপ ও গরম। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর প্রশ্ন, কবে আসবে শীতকাল? আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে কেমন থাকতে চলেছে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া, চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

Advertisement
 চলতি সপ্তাহেই পারদ পতন, হবে বৃষ্টিও, শীতের অনুভূতি কবে থেকে?বঙ্গে কবে ঢুকছে শীত?

হাওয়া অফিস বলছে, সোমবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। এদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিকে ভোরে হালকা কুয়াশা পড়তে শুরু করেছে বহু জেলায়। তবে বেলা গড়াতেই বাড়ছে রোদের তাপ ও গরম। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর প্রশ্ন, কবে আসবে শীতকাল? আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে কেমন থাকতে চলেছে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া, চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

চলতি সপ্তাহে বাংলার আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে জেলাগুলিতে  তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই।  চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে। নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদে তেমন কোনও পরিবর্তন আসবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির জন্য স্থানীয় মেঘের কারণে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বহু জায়গায়। এদিকে এই ক'দিন আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অনুভূত হবে বেলায়। অবশ্য ঘাম হলেও গরমের তীব্রতা থাকবে না। 

দক্ষিণবঙ্গ নিয়ে পূর্বাভাস
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। আগামী মঙ্গল এবং বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হালকা বৃষ্টি হতে পারে। বুধবার এই দুই জেলার সঙ্গে পূর্ব মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, এই জেলাগুলির দু’-এক জায়গায় বৃষ্টি হতে পারে। বুধবারের মধ্যে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। স্বাভাবিকের কাছাকাছি আসবে তাপমাত্রা। তাপমাত্রার তারতম্যে এবং বাতাসে কিছু জলীয় বাষ্প থাকায় সকালের দিকে কুয়াশা বা ধোঁয়াশার মতন তৈরি হবে দু-এক জায়গায়।

উত্তরবঙ্গ নিয়ে পূর্বাভাস
 ৫ নভেম্বর উত্তরবঙ্গের  ওপরের ৫টি জেলায় বৃষ্টি হবে। ৬ তারিখ বৃষ্টি হবে উত্তরবঙ্গের ৮টি জেলাতেই। এরপর ৭, ৮ এবং ৯ নভেম্বর উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। সেই দু'দিন আর কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে।   

Advertisement

কলকাতার আবহাওয়া
হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, কলকাতা  শীতকাল কবে আসবে, তা এখনই স্পষ্ট নয়। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস। 

POST A COMMENT
Advertisement