টানা ক'য়েকদিনের ধারাবাহিক বৃষ্টির পর দক্ষিণবঙ্গে আজ, সোমবার সকালটা শুরু হলো ঝকঝকে রোদে। কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় রোদ ওঠায় স্বস্তি মিলেছে মানুষজনের। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি এখনও পুরোপুরি বিদায় নেয়নি। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকায় ফের বৃষ্টি বাড়তে পারে রাজ্যে।
দক্ষিণবঙ্গে আজকের পরিস্থিতি
আজ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। উপকূলবর্তী ও পশ্চিমের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। কলকাতায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমবে। তবে সপ্তাহান্তে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে।
উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে পরিস্থিতি ভিন্ন। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির দাপট কিছুটা কমবে। তবে শুক্রবার থেকে ফের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, বিশেষত আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়।
আবহাওয়ার সিস্টেমের ভূমিকা
আবহাওয়ার সিস্টেম অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যা নিম্নচাপে পরিণত হতে পারে আজই। সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখা বাংলার উপর দিয়ে বিস্তৃত থাকায় বৃষ্টির পরিস্থিতি বজায় রয়েছে।
ভিন রাজ্যের আবহাওয়া
শুধু বাংলা নয়, আগামী সাত দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা, ছত্তীসগড় ও মধ্যপ্রদেশে। বিহার, ঝাড়খণ্ড এবং সিকিমেও মঙ্গলবার পর্যন্ত ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া আগামী সপ্তাহে গুজরাট, কঙ্কন-গোয়া এবং মধ্য মহারাষ্ট্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।