West Bengal Weather Update: কালীপুজোর সকালে মেঘলা আকাশ, আজও কি হতে পারে বৃষ্টি?

আজ কালীপুজো। আজই দীপাবলি। আলোর উৎসবের ভেসে যাওয়ার দিন। আর এ দিন সকাল থেকেই মেঘলা রয়েছে আকাশ। সঙ্গে সামান্য বেড়েছে তাপমাত্রা। তাই এখন সকলেই জানতে আগ্রহী যে আজ আদৌ বৃষ্টি হবে কি? তবে যতদূর খবর, নতুন করে জোর বৃষ্টির আশঙ্কা প্রায় নেই। বরং বেলা বাড়লে রোদের দেখা মিলতে পারে। কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। তবে সেটা নিয়ে জোর চিন্তার কিছু নেই বলেই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।

Advertisement
কালীপুজোর সকালে মেঘলা আকাশ, আজও কি হতে পারে বৃষ্টি?আজ কেমন থাকবে আবহাওয়া?
হাইলাইটস
  • কালীপুজোর সকালেই শহরের আকাশ মেঘলা
  • তবে আজ কলকাতায় তেমন একটা বৃষ্টির পূর্বাভাস নেই
  • হলেও খুবই সমান্য এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে

আজ কালীপুজো। আজই দীপাবলি। আলোর উৎসবের ভেসে যাওয়ার দিন। আর এ দিন সকাল থেকেই মেঘলা রয়েছে আকাশ। সঙ্গে সামান্য বেড়েছে তাপমাত্রা। তাই এখন সকলেই জানতে আগ্রহী যে আজ আদৌ বৃষ্টি হবে কি? তবে যতদূর খবর, নতুন করে জোর বৃষ্টির আশঙ্কা প্রায় নেই। বরং বেলা বাড়লে রোদের দেখা মিলতে পারে। কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। তবে সেটা নিয়ে জোর চিন্তার কিছু নেই বলেই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।

আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
কালীপুজোর সকালেই শহরের আকাশ মেঘলা। যা দেখে অনেকেই বৃষ্টির আশঙ্কা করছেন। তবে আজ কলকাতায় তেমন একটা বৃষ্টির পূর্বাভাস নেই। হলেও খুবই সমান্য এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বরং আজ রোদ ওঠার সম্ভাবনা রয়েছে। ফলে কালীপুজোটা আনন্দের সঙ্গেই কাটাতে পারবেন কলকাতাবাসী। 

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পরিস্থিতি কি হবে? 
কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে সকালে মোটের উপর মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ। যদিও এই নিয়ে চিন্তা করে লাভ নেই। কারণ, আজ থেকে দক্ষিণের সব জেলাতেই বৃষ্টির আশঙ্কা কমবে। ঝলমলে রোদের দেখা মিলবে বলেই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। অর্থাৎ আজ দক্ষিণের জেলাগুলির মানুষও বৃষ্টির ভয় ভুলে কালীপুজোয় অংশগ্রহণ করতে পারবেন।

পাহাড়ে কেমন থাকবে পরিস্থিতি? 
উত্তরের জেলাগুলি সবে মাত্র দুর্যোগ কাটিয়ে উঠেছে। তাই দার্জিলিং ও কালিম্পং নিয়ে আলাদা করে চিন্তা ছিল। যদিও সেই সব জেলাতেও আজ থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার আশা রয়েছে। বৃষ্টির আশঙ্কা খুবই কম। উল্টে সেখানে আজ থেকেই রোদের দেখা মিলতে পারে। তাই এখন যাঁরা দীপাবলির ছুটিতে পাহাড়ে গিয়েছেন, তাঁরা বেশ ভালো করেই সময় কাটাতে পারবেন বলে মত বিশেষজ্ঞদের।

সপ্তাহের শেষে বদলে যেতে পারে আবহাওয়া
বর্ষা যেন এ বছর পিছু ছাড়তেই নারাজ। আসলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে। এই কারণে সপ্তাহের শেষ দিকে হাওয়াবদলের ইঙ্গিত রয়েছে। শনিবার ও রবিবার একাধিক জেলায় মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণা বাতাস ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শে বজ্রপাতের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

Advertisement

বাতাসের মান খারাপ

কালীপুজোর আগে থেকেই বাতাসের মান রয়েছে খারাপ। সেটা গতকাল আরও খারাপ দিকে গিয়েছে। কলকাতার বিভিন্ন জায়গার AQI (এয়ার কোয়ালিটি ইনডেক্স) অধিকাংশ ক্ষেত্রেই ১০০-এর উপরে ছিল। আর এটা অত্যন্ত খারাপ। 

 

POST A COMMENT
Advertisement