West Bengal Weather: জোড়া ঘূর্ণাবর্তের জেরে রয়েছে বৃষ্টির পূর্বাভাস! আবহাওয়ার উন্নতি কবে?

কলকাতা সহ দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। এমনকী উত্তরবঙ্গেও বেশি বৃষ্টি হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সঙ্গে কিছুটা জোরে হাওয়া চলতে পারে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। 

Advertisement
জোড়া ঘূর্ণাবর্তের জেরে রয়েছে বৃষ্টির পূর্বাভাস! আবহাওয়ার উন্নতি কবে?
হাইলাইটস
  • কলকাতা সহ দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই
  • উত্তরবঙ্গেও বেশি বৃষ্টি হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস
  • শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে

কলকাতা সহ দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। এমনকী উত্তরবঙ্গেও বেশি বৃষ্টি হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সঙ্গে কিছুটা জোরে হাওয়া বইতে পারে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। 

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই ক্রমাগত বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবারও ভিজিছে কলকাতা। এমনকী মোটের উপর সারাদিনই মুখ ভার ছিল কল্লোলিনীর। তবে সন্ধের পর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হয়। 

ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে
কেলেন্ডারে অক্টোবর। তবে এখনও বৃষ্টির শেষ নেই। রোজই হঠাৎ হঠাৎ করে আকাশ থেকে পড়ছে জল। আর এমনটা হওয়ার পিছনে ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাদের তরফে দাবি, দক্ষিণ বাংলাদেশ এবং তার আশপাশের এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। শুধু তাই নয়, ওড়িশার উত্তর ভাগের উপরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি দক্ষিণ ওড়িশার উপরও দিয়ে একটি অক্ষরেখাও গিয়েছে। সেই কারণেই দক্ষিণবঙ্গ এখনও বৃষ্টিমুখর। মাঝে মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। আর এই পরিস্থিতি আরও কয়েকদিন চলবে বলেই খবর। 

আজ কোথায় কেমন হবে বৃষ্টি
এ দিন কলকাতায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনিপুরে বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। এর গতি হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি।


শনিবারও রয়েছে বৃষ্টির পূর্বাভাস
বৃষ্টি এখনই আমাদের ছেড়ে যাচ্ছে না। শনিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে শনিবারের পর বৃষ্টির পরিমাণ অল্প হলেও কমবে। যদিও আবহাওয়া সম্পূর্ণ বদলাতে এখনও কিছুটা সময় লাগতে পারে বলে জানা গিয়েছে। তবে আগামি সপ্তাহের শেষের মধ্যে পরিস্থিতি বদলে যাবে।

 
উত্তরে কেমন থাকবে পরিস্থিতি?
ভারী দুর্যোগ গিয়েছে উত্তরবঙ্গের উপর। তবে এখন আর সেই নিয়ে চিন্তার প্রয়োজন নেই। কারণ, উত্তরবঙ্গে তেমন কোনও ভারী বৃষ্টির নেই আশঙ্কা। যদিও সেখানকার জেলাগুলিতে স্থানীয়ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে সেটাও বিক্ষিপ্ত আকারে হবে বলে মনে করা হচ্ছে। বৃষ্টির পরিমাণও থাকবে খুব কম। তাই এই নিয়ে আলাদা করে চিন্তার কিছু নেই। 

Advertisement

 
তাপমাত্রা কিছুটা কমেছে
বৃষ্টির প্রভাবে তাপমাত্রা অনেকটাই কমেছে। যদিও বাতাসে জলীয় বাষ্প উপস্থিত। তাই কলকাতায় আর্দ্রতা মোটের উপর রয়েছে ৯০-এর উপরে। তবে খুব একটা গরম নেই বললেই চলে। আর এমন আবহাওয়া আরও কিছুদিন থাকবে বলে মনে করা হচ্ছে। 
 

 

POST A COMMENT
Advertisement