Weather Update: ঠিক কবে বাংলা থেকে বর্ষার বিদায়? হাওয়া অফিস যা জানাচ্ছে...

আগামী দুদিনের মধ্যে বাংলা থেকে বর্ষা বিদায় নিতে চলেছে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল নতুন সপ্তাহে বর্ষার বিদায় ঘণ্টা বাজবে। মৌসম ভবনের ঘোষনা সেই বিদায় বার্তায় সিলমোহর দিল। বর্ষা বিদায়ের আগে সাগরে বিপরীত ঘূর্নাবর্ত তৈরি হয়। কয়েকদিন আগে সেইরকম একটি বিপরীত ঘূর্নাবর্ত তৈরি হয়েছিল।  কিন্তু ঘূর্নাবর্তটি বঙ্গ থেকে দূরত্ব বাড়ানোয় তার প্রভাব পড়েনি। 

Advertisement
ঠিক কবে বাংলা থেকে বর্ষার বিদায়? হাওয়া অফিস যা জানাচ্ছে...UP Rain Alert today, up Weather Forecast, UP Weather Today, Monsoon rains, UP আবহাওয়া সতর্কতা, UP Weather Update, UP Ka Mousam, up news, lucknow news

আগামী দুদিনের মধ্যে বাংলা থেকে বর্ষা বিদায় নিতে চলেছে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল নতুন সপ্তাহে বর্ষার বিদায় ঘণ্টা বাজবে। মৌসম ভবনের ঘোষনা সেই বিদায় বার্তায় সিলমোহর দিল। বর্ষা বিদায়ের আগে সাগরে বিপরীত ঘূর্নাবর্ত তৈরি হয়। কয়েকদিন আগে সেইরকম একটি বিপরীত ঘূর্নাবর্ত তৈরি হয়েছিল।  কিন্তু ঘূর্নাবর্তটি বঙ্গ থেকে দূরত্ব বাড়ানোয় তার প্রভাব পড়েনি। 

আগামী সাতদিন বৃষ্টির সম্ভাবনা নেই
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সাতদিন কোনও ঝড় বৃষ্টি সংক্রান্ত সতর্কতা নেই। হালকা থেকে মাঝারি  বৃষ্টি হলেও তা হবে বিক্ষিপ্তভাবে। তা হবে স্থানীয় মেঘের কারনে। দেশের কিছু অংশ থেকে  বর্ষা বিদায় নিতে শুরু করেছিল। বিহার ঝাড়কণ্ডে ইতিমধ্যে বর্ষা বিদায় নিতে শুরু করেছে। নতুন সপ্তাহে বাংলা ওড়িশা সিকিম থেকে বর্ষা বিদায়ের অনুকুল পরিস্থিতি তৈরি হতে চলেছে। প্রসঙ্গত আলিপুর আবহাওয়া দপ্তরের ক্যালেণ্ডার অনুযায়ী বঙ্গ থেকে বর্ষা বিদায় নেয় দশ থেকে বারো অক্টোবরের মধ্যে।  এই বছর বর্ষার বিদায় বিলম্বিত হওয়ার শঙ্কা ছিল। কিন্তু সেই বিলম্ব দীর্ঘায়ত হবে না বলেই আশা করা হচ্ছে। 

কার্নিভালের দিন কেমন থাকবে আবহাওয়া? 
১৫ অক্টোবর মঙ্গলবার দূর্গাপূজোর কার্নিভাল। সেদিন প্রচুর মানুষ রেড রোডে জমা হন এই কার্নিভাল দেখতে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, সেদিন কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর ছাড়া দক্ষিনবঙ্গের আর কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। 

উত্তরবঙ্গে আজও বৃষ্টির সম্ভাবনা
উত্তরবঙ্গের আট জেলাতেই আজ  দশমীতেও  বিক্ষিপ্তভাবে  বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাদশীতে দুই দিনাজপুর মালদহে বৃষ্টির সম্ভাবনা নেই।  উত্তরবঙ্গের বাকি পাঁচ জেলায় ১৫অক্টোবর মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে। 

শনিবার তাপমাত্রা কেমন ছিল?
শনিবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক আট ।ডিগ্রী বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রী বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯১ শতাংশ সর্বনিম্ন ৬২ শতাংশ। রবিবার দিনের আকাশ আংশিক মেঘলা। হালকা বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু অঞ্চলে রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ ডিগ্রী এবং ২৬ ডিগ্রীর আশেপাশে থাকবে।

Advertisement

POST A COMMENT
Advertisement