গত কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলছে রোদ-বৃষ্টির খেলা। তবে শনিবার, জন্মাষ্টমীর সকাল থেকেই চড়া রোদ শহরে। হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে ধীরে ধীরে পারদ চড়বে। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায়।
কোথায় রয়েছে নিম্নচাপ?
বঙ্গোপসাগরের নিম্নচাপ এখন ওড়িশার দক্ষিণ এবং অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলের কাছে রয়েছে। পশ্চিমবঙ্গ থেকে তা অনেকটাই দূরে। উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের জন্য কোনও নতুন সতর্কতাও জারি নেই এই মুহূর্তে। তবে আগামী বুধবার পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। যদিও বাংলায় এর প্রভাব খুব একটা পড়বে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতার আবহাওয়া
শনিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকব ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শনিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে রবিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে। অধিকাংশ জেলাতেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
উত্তরবঙ্গের আবহওয়া
উত্তরবঙ্গে শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। তবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। রবি ও সোমবার উত্তরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উইকএন্ডে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
এদিকে, ভারী বৃষ্টি চলছে নাগাড়ে সিকিমের পার্বত্য এলাকায়। সেখানে ধস নামার আশঙ্কা রয়েছে। প্লাবিত হতে পারে অপেক্ষাকৃত নীচু এলাকাগুলি। জলস্তর বাড়বে তিস্তা, তোর্সা এবং জলঢাকা নদীতেও।