মঙ্গলেই নিম্নচাপ ঘনীভূত হবে বঙ্গোপসাগরে। সকালেই তা দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলের উপর দিয়ে যাবে। এর সরাসরি প্রভাব না পড়লেও চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতা, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় এদিন ভোর থেকেই আকাশ মেঘলা। কোথাও হাল্কা তো কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব না থাকলেও কেন বাংলায় বৃষ্টির প্রকোপ কমছে না? হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের জেরে জলীয় বাষ্প ও ঘন মেঘ দক্ষিণবঙ্গের উপর দিয়ে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করছে। তার প্রভাবেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির হাত থেকে এখনই রেহাই মিলবে না বঙ্গবাসীর। কারণ আবহাওয়াবিদদের পূর্বাভাস, বাংলার উপকূলের কাছেই আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে আরও কয়েকটা দিন। চলতি সপ্তাহেই শেষ দিকেই তৈরি হবে এই দ্বিতীয় নিম্নচাপটি। এমনটাই রয়েছে পূর্বাভাস।
কোথায়-কবে বৃষ্টির পূর্বাভাস?
IMD-র পক্ষ থেকে জানানো গয়েছে, মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ২২-২৩ অগাস্ট দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে মৌসম ভবন।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের ১৫ জেলার প্রায় প্রতিটিতেই বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হবে বলে পূর্বাভাস। এরপর ফের দ্বিতীয় ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সতর্কতা জারি থাকবে। শুক্রবার মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে, উত্তরবঙ্গে বুধবার জলপাইগুড়িতে, বৃহস্পতিবার কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। শনিবার পর্যন্ত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণ চলবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।