'হরপ্পা সভ্যতার পর আজ আবার রোদ উঠেছে'। সোমবার রোদ উঁকি দেওয়ায় এই মিমে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। দীর্ঘস্থায়ী বর্ষা আর ন'টি নিম্নচাপের জেরে রোদের দেখা মেলা ভাগ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে এরাজ্যে। সকাল থেকেই আকাশের মুখ থাকছে ভার। দিনভর মেঘলা আর তারপরই ঝমঝমিয়ে বৃষ্টি। ফলে রোদ ঝলমলে আকাশ দেখার অপেক্ষায় যেন চাতক পাখির মতো হয়ে গিয়েছে বঙ্গবাসী। আবহাওয়াবিদরা অবশ্য জানাচ্ছেন, এই অপেক্ষা আরও বাড়বে। কারণ ফের পিছু নিয়েছে একটি নিম্নচাপ।
কোন দিকে রয়েছে নিম্নচাপ?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবাই বঙ্গোপসাগরের উত্তর দিকে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তবে তা গভীর নিম্নচাপে ঘনীভূত হয় কি না, সে দিকে নজর রয়েছে হাওয়া অফিসের। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এটি নবম নিম্নচাপ তৈরি হল এই মরশুমে। তবে দশমও পিছিয়ে নেই। আবহাওয়াবিদদের একাংশ জানাচ্ছেন, আগামী ২৯ অগাস্ট, অর্থাৎ শুক্রবার আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। তারমধ্যে বাংলায় সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখাও। ফলে এই দু'য়ের মিলিত প্রভাবে অগাস্টের শেষ উইকএন্ডেও ভারী বৃষ্টি হবে।
কোথায়-কবে বৃষ্টি?
সোমবার তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১৫টি জেলার প্রায় সব ক'টিতেই বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হবে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
মঙ্গলবার তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হবে। বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। শুক্রবার থেকে আবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ওইদিন বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার কলকাতার আকাশ সকালের দিকে পরিষ্কার থাকলেও বিকেলের দিকে আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।
উল্লেখ্য, জুলাইয়ে রেকর্ড ভাঙা বৃষ্টির সাক্ষী থেকেছে বাংলায়। অগাস্টও কম যায়নি। ২৫ দিনের মধ্যে এখনও পর্যন্ত ২০ দিনই বৃষ্টি হয়েছে।
শুক্রবার যদি আরও একটি নিম্নচাপ তৈরি হয় সেক্ষেত্রে ১ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবেই। উত্তরবঙ্গে বৃষ্টির প্রকোপ বেশি থাকবে। জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।