Bengal Heavy Rain Forecast: নিম্নচাপের প্রভাবে কোন জেলায় কেমন বৃষ্টি হবে? পূর্বাভাস, ৭ জেলায় অ্যালার্ট

ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, এই পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। সেইমতো সোমবার রাত থেকেই বদলে গিয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। জেলায় জেলায় বৃষ্টির দাপট, সঙ্গে বজ্রপাতও চলেছে। হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া কেমন থাকবে? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

Advertisement
 নিম্নচাপের প্রভাবে কোন জেলায় কেমন বৃষ্টি হবে? পূর্বাভাস, ৭ জেলায় অ্যালার্টজানুন বাংলার ২৩ জেলার আপডেট

ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, এই পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। সেইমতো সোমবার রাত থেকেই বদলে গিয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। জেলায় জেলায় বৃষ্টির দাপট, সঙ্গে বজ্রপাতও চলেছে। হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া কেমন থাকবে? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট। 

নিম্নচাপের প্রভাবে বৃষ্টি
হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত মঙ্গলবার নিম্নচাপে পরিণত হতে চলেছে। এর প্রভাবে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায়। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। সেইসঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।  আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে  চলতি মরশুমে ৪৩ দিনে এটি ত্রয়োদশ নিম্নচাপ। এক মরশুমে সর্বাধিক নিম্নচাপের নতুন নজির গড়ল রাজ্য। 

দক্ষিণবঙ্গের কোন জেলায় কেমন বৃষ্টি?
আজ  কলকাতা-সহ দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  বেশি বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনায়। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।  কোনও কোনও জেলায় বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিমাঞ্চল হয়ে সরে যাবে ঝাড়খণ্ডের দিকে। ফলে বৃহস্পতিবার সকালের পর থেকে কমবে বৃষ্টি। 

উত্তরবঙ্গের পরিস্থিতি
নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের মতো  বেশি বৃষ্টির পূর্বাভাস নেই। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং মালদা জেলায় বিক্ষিতভাবে দুই এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। উত্তরের বাকি জেলায় দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে।

Advertisement

কলকাতার আবহাওয়া
নিম্নচাপের প্রভাবে সোমবার রাত থেকেই শহরে বৃষ্টি শুরু হয়েছে। এদিনও শহর কলকাতাতেও দিনভর দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পাশাপাশি কলকাতায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দাপট থাকতে পারে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি কম। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি বেশি। 


 

POST A COMMENT
Advertisement