যুদ্ধের আবহে উত্তপ্ত দেশ। আর ততধিক উত্তপ্ত বঙ্গের আবহাওয়া। স্বস্তির দিন শেষ। কয়েক দিন টানা ঝড়বৃষ্টি এবং মেঘলা আকাশ দেখেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। তবে বেশি দিন সইল না সেই সুখ। ফের একবার ফিরল জ্বালাপোড়া গরম। বৃহস্পতিবার থেকেই তাপপ্রবাহ পরিস্থিতি শুরু হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। যা চলবে আগামী সোমবার পর্যন্ত। অর্থাৎ উইকএন্ডে সঙ্গী হবে ভ্যাপসা গরম।
গরম বেড়েছে দক্ষিণের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবারও দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম থাকবে। শনিবার থেকে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। রবি এবং সোমবারও একই পরিস্থিতি বজায় থাকবে। ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাপিয়ে যেতে পারে তাপমাত্রার পারদ। সংশ্লিষ্ট জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আগামী তিনদিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। রেহাই পাবে না কলকাতাও। ক্রমশ বাড়বে মহানগরের তাপমাত্রা। ঝড়বৃষ্টির সম্ভাবনা আপাতত আর নেই। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। উইকএন্ডে কলকাতার তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করতে পারে।
দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেরও তাপমাত্রা বাড়বে। সেখানেও রবিবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে অস্বস্তিকর শুষ্ক আবহাওয়া তৈরি হবে। মালদাতে তৈরি হবে তাপপ্রবাহ পরিস্থিতি।
তবে উত্তরবঙ্গবাসীর জন্য কিছুটা হলেও স্বস্তির খবর দিয়েছে হাওয়া অফিস। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং-সহ উপরের জেলাগুলিতে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
অন্যদিকে, বর্ষার আগাম প্রবেশের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। নির্ধারিত দিনের নয় দিন আগেই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের সম্ভাবনা তৈরি হয়েছে। ১৩ মে আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছে যাবে বলে পূর্বাভাস। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সাধারণত প্রবেশ করে ২২ মে। গত বছর তা প্রবেশ করেছিল ১৯ মে। তবে এবার বেশ খানিকটা আগেই মৌসুমী বায়ু অনসেট হওয়ার পূর্বাভাস মিলেছে।