তেজ কমলেও বাংলায় বৃষ্টি চলবে আরও কিছুদিন। ঝাড়খণ্ডের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে, কয়েকটি জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। একই পূর্বাভাস দক্ষিণবঙ্গের জন্যও। গোটা বাংলায় ১৪ অক্টোবর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের ৯ জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়।
মঙ্গলবার রাতের বুলেটিনে তারা জানিয়েছে, ৮ অক্টোবর বুধবার নদিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। নদিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলির এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে (প্রতি ঘণ্টা ৩০-৪০ কিমি) এবং বজ্রপাত হতে পারে।
বৃহস্পতিবার সসস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাত হতে পারে। শুক্রবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এক বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতাতেও হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও।